মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মহান বিপ্লবী নেত্রী। ১৯৪২ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর সেই সময়ের মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহিদ হয়েছিলেন। সকলের কাছে তিনি ‘গান্ধীবুড়ি’ নামে পরিচিত ছিলেন।
এদিন তাঁর প্রয়াণ দিবসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ার পেজে মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রদান করেছেন।