২০০২ সালে গুজরাট দাঙ্গার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম মনে করিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। শুক্রবার সেই ভিডিয়ো পোস্ট করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, ‘’ভারতের সামাজিক পরিবেশকে ইচ্ছাকৃত ভাবে বিষিয়ে তোলা হচ্ছে।’’
আরও পড়ুন-”ভুল করেছিলাম’’,তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পার্নো
বৃহস্পতিবার ওডিশায় বাংলাদেশি সন্দেহে জুয়েল শেখ নামে মুর্শিদাবাদের এক যুবককে পিটিয়ে খুন করা হয়। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এখানেই শেষ না, কেরালাতেও রামনারায়ণ বাঘেল নামে এক পরিযায়ী শ্রমিককে একই ভাবে খুন করা হয়েছে।দেশ জুড়ে একাধিক রাজ্য থেকে দলিত ও সংখ্যালঘু নির্যাতনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে।
আরও পড়ুন-মেঘনায় দুই যাত্রিবাহী লঞ্চের ধাক্কায় মৃত ৪, আহত বহু
নিজের এক্স হ্যান্ডেল অভিষেক লেখেন,
“ভারতের পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত করা হচ্ছে।
ধর্মের আড়ালে ক্ষমতার জোরে ভয়, গণপিটুনি, হুমকি ও ঘৃণার মাধ্যমে দক্ষিণপন্থী শক্তিগুলি প্রকাশ্যে দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে।
যখন ক্ষমতায় থাকা ব্যক্তিরা অপরাধী হয় এবং এই সহিংসতার রক্ষকদের পুরস্কৃত করে, তখন দায়মুক্তি নীতিতে পরিণত হয়। এটি শাসনব্যবস্থা নয়; এটি নৈতিক পতন।
এই আক্রমণগুলি অসাংবিধানিক, অবৈধ এবং ভারতের আমাদের বৈচিত্র্যের ঐক্য ভিত্তিকে ভেঙে দেয়।
নীরবতা হল সহযোগিতা। ইতিহাস একে ক্ষমা করবে না।”
মোদি সরকারের আমলে বারবার আক্রন্ত হয়েছেন সংখ্যালঘুরা। ভারতের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এই নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই নিয়ে বছরের শেষে তোপ দাগলেন অভিষেক।
India’s climate is being deliberately poisoned.
Right-wing forces, emboldened by power, are openly attacking Dalits, STs and minorities – through fear, lynching, threats and hate, all under the garb of religion.
When those in power are the perpetrators and reward the protectors… pic.twitter.com/t3B8HajWJD
— Abhishek Banerjee (@abhishekaitc) December 26, 2025

