দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে কী ক্ষতিপূরণ দেওয়া হবে? মধ্যপ্রদেশের সংসদ বিষয়ক মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে সরাসরি প্রশ্ন করেছিলেন সাংবাদিক অনুরাগ দ্বারী। অস্বস্তিকর প্রশ্ন শুনে সাংবাদিককে আশ্রব্য গালি দেন বিজেপির মন্ত্রী। তবে, শেষ পর্যন্ত এই ব্যবহারের জন্য ক্ষমা চাইছে বাধ্য হয়েছেন বিজয়বর্গীয়। এই ঘটনা নিজের এক হ্যান্ডেলে শেয়ার করে সাংবাদিকের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। তিনি লেখন, “ভারতের আপনার মতো আরও বেশি মানুষের প্রয়োজন”।
শহরে পানীয় জলের দূষণে এখনও পর্যন্ত মৃতদের পরিবারের সামনে কোনও উত্তর দিতে পারেনি মধ্যপ্রদেশের মোহন যাদবের বিজেপি শাসিত সরকার। সাম্প্রতিক ঘটনার পর্যালোচনা সেরে ফেরার পথে সাংবাদিকরা প্রশ্ন করেন কৈলাসকে। মৃতদের পরিবার ক্ষতিপূরণ না পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। মেজাজ হারিয়ে কৈলাস প্রশ্নের উত্তর দেন মিডিয়া তার কোনও ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে অশ্রাব্য গালাগালিও দেন সাংবাদিককে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। এরপর চাপে পড়ে ক্ষমা চান কৈলাস। সেই খবর প্রকাশিত হয়।
আরও পড়ুন- স্টুডেন্টস উইক: ভবিষ্যতে পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর
খবরটি নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করে অভিষেক (Abhishek banerjee) লেখেন,
”খুব ভালো অনুরাগ দ্বারী। ভারতের আপনার মতো আরও বেশি মানুষের প্রয়োজন-প্রতিশ্রুতিবদ্ধ, সাহসী ও আন্তরিক। আগের চেয়েও এখন বেশি!”
বিজেপি নেতাদের কুকথা ও আক্রমণ নতুন নয়। সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহারের নজির আছে। সেই সব ছাপিয়ে ক্যামেরার সামনে অশ্রাব্য ভাষায় সাংবাদিককে আক্রমণ করেন কৈলাশ বিজয়বর্গীয়। এই পরিস্থিতিতে দমে না গিয়ে বিজেপি নেতা দিয়ে ক্ষমা চাওয়ানোয় অনুরাগ দ্বারীর বলিষ্ঠতার প্রশংসা করেন অভিষেক।

