আছে কথার দাম, ঠিক ১১ টায় নিজাম প্যালেসে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, আাসার আগে চিঠি সিবিআইকে

সিবিআই দফতরে যখন অভিষেক বন্দোপাধ্যায় ঢুকছেন তখন তাঁর বডি ল্যান্গোয়েজ যথেষ্ট আত্মবিশ্বাসী। অভিষেক ইশারায় কিছু বলবেন না জানিয়ে দিলেন মিডিয়াকে

Must read

যেমন কথা তেমন কাজ। ঘড়ির কাঁটা মিলিয়ে ১১ টা বাজতে এক মিনিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয় ঢুকল নিজাম প্যালেসের গেট দিয়ে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার দুপুর ২.৩০ টেয় সমন পাঠিয়ে আজ শনিবার সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজির হতে বলে। তখন তিনি বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচিতে বেরোচ্ছেন। তাঁকে চব্বিশ ঘণ্টা সময়ও দেওয়া হয়নি।

আরও পড়ুন-সাভারকরের জন্মদিনে নতুন সংসদ ভবন উদ্বোধনে প্রধানমন্ত্রী! প্রশ্ন তুলল তৃণমূল

সিবিআই দফতরে যখন অভিষেক বন্দোপাধ্যায় ঢুকছেন তখন তাঁর বডি ল্যান্গোয়েজ যথেষ্ট আত্মবিশ্বাসী। অভিষেক ইশারায় কিছু বলবেন না জানিয়ে দিলেন মিডিয়াকে। বেরিয়ে এসে যা বলার বলবেন।

আরও পড়ুন-শপথ নিলেন দুই বিচারপতি

তবে এদিন নিজাম প্যালেসে আাসার আগে সিবিআইকে একটি চিঠি পাঠান অভিষেক। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সিবিআই যেভাবে তাঁকে চব্বিশ ঘণ্টাও সময় না দিয়ে হাজির হতে বলেছে তাতে তিনি “শকড”। তিনি যে দুমাস ব্যাপি কর্মসূচি নিয়ে জেলায় রয়েছেন তা সিবিআই এর অজানা নয়। তবুও তারা ইচ্ছাকৃতভাবে এভাবে ডেকে পাঠানো হয়েছে। একইসঙ্গে অভিষেক চিঠিতে লিখেছেন, গোটা বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে মুভ করেছেন।

Latest article