বঙ্গ

বীরভূমে অভিষেক, শুরু হল বিরোধী শিবিরে ভাঙন

বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা দিতেই, বাম-কংগ্রেস জোটে বড় ধাক্কা। মঙ্গলবার চাতরার হাইস্কুল মাঠে অভিষেকের উপস্থিতিতে মাসিকুল ইসলাম ও বীরভূম জেলা কংগ্রেস যুব প্রেসিডেন্ট সৌভিক সিনহা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। বীরভূমে বাম-কংগ্রেস জোট হয়। বাম কংগ্রেস দুই মেরুর এই অশুভ আঁতাঁত দলের নিচুতলার কর্মীরা মেনে নিতে পারছিল না। তারফলে কংগ্রেসে ভাঙন দেখা দিল। এদিন তারা মায়ের জন‍্য ১০৮টা জবাফুলের মালা, কাপড়, ফলমূল, নারকেল ইত‍্যাদি দিয়ে পুজো দিলেন অভিষেক। বাংলার আপামর মানুষের মঙ্গল কামনায় তাঁর এই পুজো। মন্দির চত্বরে পুণ‍্যার্থীদের মধ‍্যে অভিষেককে ঘিরে উচ্ছ্বাস ছিল। অনেকের সঙ্গে হাত মেলান অভিষেক। এক সাধুকে প্রণাম করেন। আশীর্বাদও নেন। এদিন অভ‍্যর্থনার আবেগে ভাসলেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। হাঁসনে কাঁটাগড়িয়া মোড়ে বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা স্বাগত জানান অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়কে। নলহাটিতে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল‍্যদান করেন অভিষেক। লোহাপুর রোড শোর পাশাপাশি রামপুরহাট কাবিলপুর, ভাঁড়শালা মোড় এবং মাড়গ্রাম মোড়ে বিপুল জনজোয়ার। সেখানে মহিলারা ফুল ছিটিয়ে, শঙ্খধ্বনিতে স্বাগত জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। রামপুরহাট মাড়গ্রাম মোড়ে রাস্তায় পড়ে যায় একটি শিশু। যদিও তার কোনও আঘাত লাগেনি। তাকে দেখতে গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক। চাতরাতে হাইস্কুল মাঠে কাতারে কাতারে মানুষ। বিশেষ করে গৃহবধূদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁদের উদ্দেশ্যে অভিষেক বলেন, মুখ‍্যমন্ত্রী যা বলেন, তাই করেন। একুশ সালে এত অপপ্রচার সত্ত্বেও আপনারা মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে জিতিয়েছেন। বীরভূমে এগারোটি আসনের মধ‍্যে দশটি আসনে তৃণমূলকে জিতিয়েছেন। বাকি একটি আসনে সামান‍্য ভোটে তৃণমূল পিছিয়ে যায়। আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেছিলেন, সে কথা তিনি রেখেছেন। সমস্ত মহিলাদের পাঁচশো টাকা ভাতা দেন। এসসি ও এসটি মহিলাদের হাজার টাকা দেন। তারপর অভিষেক লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের হাত তুলতে বলেন। সবাই হাত তুলে নিজেদের খুশি প্রকাশ করেন।

আরও পড়ুন- দাঙ্গা বাধানোর চক্রান্ত রুখতেই প্রদর্শন বন্ধ দ্য কেরালা স্টোরি

Mrityunjoy Lokhsman

Recent Posts

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

11 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

8 hours ago