২২ শ্রাবণ বিশ্বকবির প্রয়াণ দিবসে সংসদে বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন্দ্রকে সরাসরি ৫টি প্রশ্ন করলেন সাংসদ।
১) রবীন্দ্র কাছাড়িবাড়ি ভাঙচুরের ঘটনায় কেন্দ্র বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক প্রতিবাদ করেছে?
২) কাছাড়িবাড়ির নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে?
৩) ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সরকার কর্তৃক কোনও গ্রেফতার হয়েছে?
৪) ভাঙচুরের বিষয়ে সরকার কর্তৃক গৃহীত/প্রস্তাবিত পদক্ষেপ
৫) বাংলাদেশে ভাগ করা সাংস্কৃতিক ঐতিহ্যের যৌথ সুরক্ষা এবং সংরক্ষণের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ব্যবস্থা আছে?
আরও পড়ুন- ফের ভাষা সন্ত্রাস নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কবিগুরু চরণে জানালেন প্রণতি
বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং অভিষেকের প্রশ্নের জবাব দিয়েছেন। চলতি বছর ১২ জুন কেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাসভবনে ঘৃণ্য আক্রমণ এবং ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং এই ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য অনুরোধ করে ভারত। এরপর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি জারি করে জানায়, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ সরকার রবীন্দ্রনাথের কাছাড়িবাড়ির নিরাপত্তা বৃদ্ধির জন্যও ব্যবস্থা ঘোষণা করেছে।
অভিষেকের (Abhishek Banerjee) ৫ নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে, ১৯৭২ সালের সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির কাঠামোর আওতায় প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে প্রত্নতাত্ত্বিক সংরক্ষণে সহায়তা-সহ বিভিন্ন সাংস্কৃতিক শাখার অধীনে সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে।