অভিষেকের কর্মসূচি স্থগিত, কোর্টেই হবে চ্যালেঞ্জ

আইনের নির্লজ্জ প্রয়োগ ত্রিপুরার বিজেপি সরকারের

Must read

আগরতলা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ, বুধবারের ত্রিপুরার কর্মসূচি স্থগিত করা হল। মঙ্গলবার রাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করে একথা জানানো হয়।

আরও পড়ুন : টিকায়েতকে ডাকাত বললেন বিজেপি এমপি

আজ, ২২ সেপ্টেম্বর আগরতলার বুকে ছিল তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক পদযাত্রা। নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু-দু’বার (১৫ ও১৬ সেপ্টেম্বর) অনুমতি চাওয়া সত্ত্বেও তা রাজ্য সরকার ফিরিয়ে দিয়েছে ছেঁদো যুক্তিতে যা রাজনৈতিক মহলের কাছে হাস্যকর হয়েছে। প্রথম দু’বার চিঠির উত্তর দিলেও বিস্ময়ের হলো, ২২ তারিখের সভার অনুমতি চেয়ে চিঠির কোনও জবাব দেয়নি ত্রিপুরা সরকার। ফলে আদালতে যেতে বাধ্য হয়েছিল তৃণমূল কংগ্রেস। কোর্টে হার অবসম্ভাবী বুঝে এবার আরও কদর্য পন্থা নিল রাজ্য সরকার। সরকারি আইনের অপপ্রয়োগ করে অগণতান্ত্রিক উপায়ে রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারির বিজ্ঞপ্তি দেয় সরকার। আসল লক্ষ্য তৃণমূল কংগ্রেসের মিছিল-মিটিং বন্ধ করা। মঙ্গলবার হাইকোর্টের শুনানিতে আদালত জানিয়েছে, রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্তের মধ্যে কোর্ট হস্তক্ষেপ করবে না। কিন্তু এখানেই শেষ ভাবার কারণ নেই।

আরও পড়ুন : তৃণমূলের আইনজীবীর যুক্তিকে মান্যতা কোর্টের

তৃণমূল কংগ্রেস পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তৈরি। আদালতের কাছে জানতে চাইবে, একটি নির্বাচিত সরকার নিজেদের ইচ্ছামতো সরকারি আইন বা ক্ষমতাকে প্রয়োগ করতে পারে কিনা! একটি গণতান্ত্রিক দেশের কোনও অঙ্গ রাজ্যে এই ঘটনা ঘটলে বিচার বিভাগ শুধুই কি দর্শক হয়ে থাকবে।

Latest article