বাসুদেব ভট্টাচার্য, ময়নাগুড়ি: ময়নাগুড়ির জনগর্জন সভা থেকে বিজেপির বিরুদ্ধে এককাট্টা লড়াইয়ের ডাক দিয়ে নতুন স্লোগান তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। মা-মাটি-মানুষের উন্নয়নকে সামনে রেখে তাঁর নয়া স্লোগান— উন্নয়নের হিসেব নাও, জোড়া ফুলে ভোট দাও। একই সঙ্গে বাংলার বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মোদি সরকারকে বিঁধে তাদের মিথ্যা বিজ্ঞাপনী প্রচারকে বিঁধে অভিষেকের দাবি, গত তিনটি অর্থবর্ষে বাংলাকে ১০০ দিনের কাজের ও আবাস যোজনার কত টাকা দিয়েছে কেন্দ্র, প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন। যদি দেখাতে পারেন গত তিন বছরে একটা টাকাও দিয়েছেন এই খাতে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এই মিথ্যাচার বন্ধ হওয়া দরকার। সাফ কথা অভিষেকের। তৃণমূলের লোকসভা প্রার্থীদের সমর্থনে এই জনগর্জন সভায় এদিন অভিষেক ছিলেন রুদ্র মেজাজে। বৃহস্পতিবার সকালেই বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন বাংলার বঞ্চনা নিয়ে। বিজেপির তরফে জানানো হয়েছিল তারা ময়নাগুড়িতে তাদের যুবমোর্চার প্রতিনিধি পাঠাবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল কাউকেই পাঠাতে পারেনি তারা। কোন মুখে পাঠাবে? কিই-বা বলবে? বিজেপির মিথ্যাচারের বেলুন তো ফুটো হয়ে গিয়েছে। এদিন মঞ্চে বক্তৃতা করতে করতেই অভিষেক খোঁজ করেন বিজেপির কোনও প্রতিনিধি এসেছেন কি না তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করে। বেশ কয়েকবার মঞ্চ থেকেই জিজ্ঞেস করেন, বিজেপির কেউ এসেছেন? দেখা যায় কেউ আসেননি। এরপরেই অভিষেক বলেন, আমি দুটো পোর্ডিয়াম রেখেছিলাম যদি যুবমোর্চার কেউ আসেন তাতেও আমার আপত্তি ছিল না। কিন্তু আসবেন কোন মুখে?
আরও পড়ুন- সিএএ নিয়ে স্পষ্ট কোনও উত্তর নেই: শাহর আত্মঘাতী গোল, পাল্টা তোপ তৃণমূলের
এদিন ফের ব্রিগেডের জনসভার দুটি ভিডিও দেখান অভিষেক (Abhishek Banerjee)। যেখানে মোদি ও বিজেপি নেতা-নেত্রীদের ঢালাও মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে। এই ভিডিও দেখানোর পর অভিষেক জনগণের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, আপনারা কার গ্যারান্টি চান, মোদির না দিদির? তিনি বলেন, মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি। দিদির গ্যারান্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। নিশীথ প্রামাণিক, জন বার্লাদের আপনারা ভোট দিয়ে সাংসদ করেছিলেন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে বিজেপির অনেকে বিধায়ক হয়েছেন আপনাদের ভোটে। কিন্তু গত পাঁচ বছরে কী করেছেন আপনাদের জন্য? বাংলার বঞ্চনার বিরুদ্ধে একটাও চিঠি লিখেছে? চা-বাগান নিয়ে দেওয়া প্রতিশ্রুতি রেখেছে? কোনওটাই রাখেনি। তাই এবার আপনাদের ভোট হোক কাজের নিরিখে। যারা আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকে, ভোট দিন সেই তৃণমূল কংগ্রেসকে। আর উন্নয়নের গ্যারান্টি নিচ্ছি আমি। এই ভোট হোক প্রতিবাদের-প্রতিরোধের। তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে। এর আগে এখানে এসে বলে গিয়েছিলাম, ধূপগুড়ি মহকুমা হবে। উপনির্বাচনে দেওয়া সেই প্রতিশ্রুতি আমরা পালন করেছি। আর আজ এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ধূপগুড়ির ৬০ আসনের গ্রামীণ হাসপাতাল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে মহকুমা হাসপাতালে পরিণত হবে। আমরা কথা দিলে কথা রাখি।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…