একজনের নাম বাদ গেলে লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাও: SIR নিয়ে হুঁশিয়ারি অভিষেকের

Must read

“হ্যাঁ স্যার” বলে যারা নির্বাচন কমিশনকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদের সতর্ক করছি- যদি ভোটার তালিকা থেকে বাঙালিদের নাম বাদ দেওয়া হয়, তাহলে আমরা এক লক্ষ বাঙালিকে নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করব। শুক্রবার দিল্লি থেকে ফিরেই কলকাতা বিমানবন্দরে হঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে তিনি বলেন, “এই এসআইআর আসলে স্যার! বিজেপি নেতাদের কথা মতো চলা। কমিশনের একাংশ সেটাই করছে। এই কারচুপি আমরা বরদাস্ত করব না।”

আরও পড়ুন-বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

দিল্লিতে বৃহস্পতিবার বিরোধী জোটের সঙ্গে আলোচনা করে শুক্রবার কলকাতায় ফেরেন অভিষেক (Abhishek Banerjee)। এদিন সকালেও সংসদ ভবনের বাইরে “চুপিচুপি ভোট চুরি” ইসুতে দলীয় সাংসদদের নিয়ে বিক্ষোভ দেখান লোকসভার তৃণমূলের দলনেতা। কলকাতায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিষেক বলেন, “এই এসআইআর আসলে স্যার! বিজেপি নেতাদের কথা মতো চলা। কমিশনের একাংশ সেটাই করছে। এই কারচুপি আমরা বরদাস্ত করব না।” মোদি সরকারের বিরুদ্ধে নিশানা করে তৃণমূলের সর্বভারতের সাধারণ সম্পাদক বলেন, ২০১৪-য় বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় টেস্ট, ট্রায়াল চালিয়ে দেখেছে। প্রতিবার হেরেছে। এবার ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক কষছে। তাই এনেছে SIR — যাতে গরিবদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যায়।

বাংলাভাষীদের উপর আক্রমণ নিয়ে অভিষেক বলেন, “যেভাবে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেটা মেনে নেওয়া যায় না। যারা এই অন্যায়ের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে এক পা এগিয়েছে, আমরাও তাঁদের পাশে আছি। আমাদের প্রধান লক্ষ্য বাংলা, যে আমাদের পাশে থাকবে, আমরাও তার পাশে থাকব। বাংলা ও বাঙালির স্বার্থেই এই লড়াই।”

Latest article