ত্রিপুরায় পৌঁছেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমালোচনা করলেন বিপ্লব দেব সরকারের। তিনি বলেন, “ত্রিপুরায় গণতন্ত্র নেই। যারা এঁদের চ্যালেঞ্জ করেছে তাদের জেলে ঢোকানো হচ্ছে। গণতন্ত্রের কী অবস্থা দেশের মানুষ দেখছে। ত্রিপুরায় পা দিলেই জেলে ভরা হচ্ছে। কিন্তু এসব করে লাভ নেই।”
আরও পড়ুন: গ্রেফতার দেবাংশু-জয়া-সুদীপ সহ ১১ তৃণমূল কর্মী, পাশে দাঁড়াতে ত্রিপুরায় ব্রাত্য-দোলা-কুণাল
এদিকে ত্রিপুরায় আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে আজ সকালেই ত্রিপুরা পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধিদল। ওই দলে রয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ দোলা সেন ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।