প্রার্থী হওয়া নিয়ে দলের নির্দেশ স্পষ্ট জানালেন অভিষেক

Must read

নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র থেকে না কি আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! এই গুজব ছড়াচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সোমবার মহেশতলায় সেবাশ্রয় ২-এর সূচনা করে এর জবাব দিলেন অভিষেক। সাফ জানালেন, “দল আমাকে যেভাবে কাজে লাগাবে, সেভাবে কাজ করব।“

রবিবার সুকান্ত দাবি করেন, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ভোটে নামার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক। এর উত্তরে সুকান্তকে ধুয়ে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “ওটা সুকান্ত মজুমদারের মনের সুপ্ত বাসনা হতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত তৃণমূলই নেবে।”

আরও পড়ুন-১ কোটি নাম বাদ? ছাব্বিশের ভোটে বাংলায় তৃণমূলের আসন-ভোট দুটোই বাড়বে: অভিষেকের চ্যালেঞ্জ বিজেপি-কে

এর পরেই অভিষেক (Abhishek Banerjee) যোগ করেন, ”দল আমাকে যেভাবে কাজে লাগাবে, সেভাবে কাজ করব। দল যদি বলে, নন্দীগ্রামে দাঁড়াতে, দাঁড়াব। যদি বলে, দার্জিলিংয়ে দাঁড়াতে, তাহলেও সেটাই করব। অন রেকর্ড বলছি।”

২০২১-এ নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন। তাঁর জয় সুনিশ্চিত হওয়ার পরেই গণনা কেন্দ্রের আলো নিভিয়ে জেতেন শুভেন্দু- অভিযোগ তৃণমূলের। এবার ওই কেন্দ্রে অভিষেক প্রার্থী হবেন বলে গুজব ছড়াচ্ছেন বিজেপি নেতৃত্ব। তার যোগ্য জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Latest article