বাংলায় ভোট-কেন্দ্রীয় এজেন্সি-অতি সক্রিয়তা। গত কয়েক বছরের এটা বিজেপির ছক। কেন্দ্রীয় এজেন্সি ইডি-র অতি সক্রিয়তার জেরে গতকাল বৃহস্পতিবার তৃণমূলের সংস্থা আইপ্যাক অফিসে তল্লাশি চালিয়েছে। শুক্রবার নদিয়ার তাহেরপুর সভা থেকে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee_I-PAC)।
অভিষেক (Abhishek Banerjee_I-PAC) বিজেপিকে তোপ দেগে বলেন, “তৃণমূলের আই প্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর-এ সাহায্য করছে। গতকাল ইডি পাঠিয়ে রেইড করেছে। ইসি দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে।” একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি,”তোমাদের কাছে সব আছে মানুষ নেই। নির্বাচনে ১০ গোল খাবে।”
আরও পড়ুন-বারুইপুরের পরে তাহেরপুর: ফের ব়্যাম্পে ‘ভূত’ হাঁটিয়ে নির্বাচন কমিশনকে মোক্ষম খোঁচা অভিষেকের
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন,”ইডি, সিবিআই নির্বাচন কমিশন দিয়ে চমকাচ্ছে। যতই এসব লাগাও বাংলার মানুষ বিজেপির জমিদারদের কাছে, জল্লাদদের কাছে মাথা নত করবে না।” তাঁর কথায়,”আমাকে কতবার ইডি-সিবিআই ডেকেছে, স্ত্রী-ছেলে-মেয়ে কাউকে ছাড়েনি। তবুও এদের কাছে মাথা নত করবো না।”
অভিষেকের বার্তা,”সবাই একসঙ্গে থাকবেন। আমি অনুরোধ করব তৃণমূলকে ভোট দেবেন। যদি কথা রাখতে না পারি, তাহলে পরের ইলেকশনে ভোট দেবেন না। এই জেলায় ১৭-০ করতে হবে’।

