বঙ্গ

এককাট্টা হয়ে লড়তে হবে

প্রতিবেদন : মানুষের হকের লড়াইয়ে নেমেছে তৃণমূল। মেরুদণ্ড সোজা করে সেই লড়াই লড়তে হবে। সোমবার শিলিগুড়িতে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সেই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সাফ কথা, এই লড়াই তৃণমূল কংগ্রেসের নয়, এই লড়াই মানুষের। সেটা ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে মানুষকে। অভিষেক বলেন, আজকের সভায় নেতা-কর্মীদের উৎসাহ দেখে আমি উদ্বুদ্ধ হলাম। তাঁরা আমায় কথা দিয়েছেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন। স্বৈরাচারী শক্তির পতন না দেখা পর্যন্ত, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

আরও পড়ুন- সর্বাধিক মার্জিনে জয়ের টার্গেট বেঁধে দিল দক্ষিণ কলকাতা তৃণমূল

এদিন বিকেল ৫টা থেকে সাংগঠনিক বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। প্রথমে আলিপুরদুয়ার, জেলা নেতৃত্বে সঙ্গে বৈঠক করেন। তারপর জলপাইগুড়ি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। এবার উত্তরের হারানো জমিতে ঘাসফুল ফোটানোই তার একমাত্র উদ্দেশ্য। এই দীর্ঘ বৈঠকে অভিষেকের স্পষ্ট বার্তা, সব দ্বন্দ্ব ও মতানৈক্য মিটিয়ে ফেলতে হবে। এককাট্টা হয়ে লড়াইতে নামতে হবে। তৃণমূল স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের প্রত্যেক নেতা-কর্মীকে ১০০ শতাংশ কাজ করতে হবে। প্রতি বুথে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হবে। তাহলেই কাঙ্খিত জয় আসবে। সেজন্য মানুষের কাছে যেতে হবে। অভিযোগ শুনতে হবে। তার সমাধান করতে হবে। গ্রাম পঞ্চায়েত স্তর থেকে পঞ্চায়েত সমিতি, জেলাপরিষদ বা পুরসভায় কোনও সমস্যা থাকলে তা অবিলম্বে মেটাতে হবে। মনে রাখতে হবে, মানুষের কাজ করার জন্যই প্রতিনিধি নির্বাচন। কোনো বিভেদকামী-বিচ্ছিন্নতাবাদী শক্তিকে বিন্দুমাত্র সুযোগ নয়, কেবল হকের অধিকার বুঝে নিতে হবে আমাদের।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

14 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

22 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

47 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago