‘প্রতিবাদ করলেই নিষ্ঠুর অত্যাচার’, সাংবাদিক হেনস্থায় তীব্র নিন্দা অভিষেকের

Must read

মধ্যপ্রদেশে সাংবাদিক হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বিজেপি সরকারের (BJP Government) বিরোধিতা করায় মধ্যপ্রদেশে (Madhya Pradesh) একদল সাংবাদিক ও নাট্যকর্মীকে অর্ধনগ্ন করে দাঁড় করিয়ে রাখা হলো থানার মধ্যে। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিন্ধি জেলায়। অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকা একজন সাংবাদিক (Journalist) ও নাট্যকর্মীদের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরকারের এহেন হস্তক্ষেপ ও সাংবাদিকদের উপর অত্যাচারের এই ছবি প্রকাশ্যে আসার পর নিন্দায় সরব হয়েছে সব মহল। এই ঘটনার নিন্দা করে ট্যুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটাই মোদি সরকারের আচ্ছে দিন। প্রতিবাদ করলেই চলছে নিষ্ঠুর অত্যাচার।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে গত ২ এপ্রিল। স্থানীয় সূত্রে খবর, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি বিধায়ক (BJP MLA) কেদারনাথ শুক্লার ছেলের একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে ৮ জনকে থানায় ডেকে পাঠানো হয়। তার মধ্যে ছিলেন কনিষ্ক তিওয়ারি নামে এক সাংবাদিকও। থানায় তাঁদের আট জনকে মারধর করা হয়। এরপর পুলিশের তরফে জানানো হয় তাদের গ্রেফতার করা হয়েছে। এখানেই শেষ নয়, ওই আটজনকে জামাকাপড় খুলিয়ে থানার মধ্যে দীর্ঘক্ষন দাঁড় করিয়ে রাখা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় ওঠে। থানার ভেতর থেকে তাদের অর্ধনগ্ন ছবি ভাইরাল হওয়ার পর জেলার পুলিশ সুপার মুকেশ কুমার শ্রীবাস্তব জানান, যারা এই ছবি ভাইরাল করেছেন তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, অর্ধনগ্ন করার বিষয়ে বিতর্ক চাপা দিতে ওই আধিকারিক জানান ধৃতরা যাতে কোনরকম অবাঞ্ছিত ঘটনা ঘটাতে পারে বা আত্মহত্যা না করতে পারে তার জন্যই তাদের পোশাক খুলে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: শিশুমৃত্যুতে ১ নম্বর মধ্যপ্রদেশ

এদিকে এই ঘটনা (Madhya Pradesh) প্রকাশ্যে আসার পর নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) এই ঘটনার তিব্র নিন্দা করে টুইটে লেখেন, “এটাই আচ্ছে দিনের নমুনা। নরেন্দ্র মোদির জমানায় দমনপীড়নই নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। কেউ প্রতিবাদ করলেই নেমে আসছে নির্মম অত্যাচার। রাষ্ট্রশক্তির এভাবে অপব্যবহার হচ্ছে। লজ্জাজনক!”

 

Latest article