দুদিনের মেঘালয় সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Meghalaya)। সেখানে মেঘালয়বাসীর ভালোবাসা এবং সমর্থনে অভিভূত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভেরিফায়েড পেজ থেকে কিছু ছবি সহ একটি পোস্ট করে এমনটাই জানানো হয়েছে।
আরও পড়ুন: কলকাতা ফেরার আগে শিলংয়ের বাজার এলাকায় জনসংযোগ সারলেন তৃণমূল সুপ্রিমো
সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “মেঘালয়ের (Abhishek Banerjee- Meghalaya) গৌরবময় ভবিষ্যতের জন্য কাজ করার আমার সংকল্পকে শক্তিশালী করেছে। সে রাজ্যের বিরোধী দলনেতা ডঃ মুকুল সাংমা, রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপে এবং রাজ্যের সহ-সভাপতি জেমস লিংডোহের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে আমাদের সফর শেষ হয়েছে। মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম এবং সবার জন্য ইতিবাচক পরিবর্তন আনার ইচ্ছা প্রশংসনীয়। জনগণের অধিকার সমুন্নত রেখে অত্যাচারী শক্তিকে উপড়ে ফেলতে আমরা একসঙ্গে লড়াই করব এবং নতুন যুগের সূচনা করব!”
বুধবার, সকালে কলকাতা ফেরার আগে শিলং-এর বাজার এলাকায় জনসংযোগ সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেনাকাটার সঙ্গে চলে ব্যক্তিগত আলাপচারিতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মেঘালয়ের আগামী নির্বাচন নিয়ে তিনি আশাবাদী। আশা নিয়েই মানুষ বেঁচে থাকে।