নির্দেশ সত্ত্বেও মনরেগার টাকা দেয়নি কেন্দ্র, এটা আদালত অবমাননা: তোপ অভিষেকের

Must read

শুধু SIR-ই নয়, MGNREGA ইসুতেও শুক্রবার মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ১০০ দিনের কাজ, জল জীবন মিশনের বকেয়া টাকা এবং টিকাকরণ বন্ধ হয়ে যাওয়ার নিয়ে ক্ষোভ উগরে দেন অভিষেক। তাঁর অভিযোগ, এটা আদালত অবমাননা।

অভিষেক বলেন, “কোর্ট বলেছে ১ অগাস্ট থেকে ১০০ দিনের টাকা দিতে হবে। আজ ৮ অগাস্ট, এখনও এক টাকাও দেয়নি কেন্দ্র। জল জীবন মিশনের আড়াই হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এটি আদালত অবমাননা।” অভিষেকের কথায়, “আমরা ইতিমধ্যেই MGNREGA বিক্ষোভের সময় এটি নিয়ে সরব হয়েছি। আদালতের আদেশ সত্ত্বেও, তারা এখনও MGNREGA-র টাকা দেয়নি”। তৃণমূলের লোকসভার দলনেতা জানান, এই বিষয় নিয়ে তাঁদের প্রতিনিধিদল শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করবে।

আরও পড়ুন- একজনের নাম বাদ গেলে লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাও: SIR নিয়ে হুঁশিয়ারি অভিষেকের

বাংলায় টিকাকরণ হঠাৎ বন্ধ হয়ে নিয়ে অভিষেক জানান, “এই বিষয়ে আমি স্বাস্থ্য দফতরের মন্ত্রীদের সঙ্গে কথা বলব। কেন এমন হল, তা জানব।”

Latest article