হয় মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি-শাহ গদি ছাড়ো: হুঙ্কার অভিষেকের

Must read

নদিয়ার তাহেরপুর। মতুয়াদের বসবাস বেশি। আর সেখানেই দাঁড়িয়ে নাগরিকত্ব ইস্যুতে মোদি-শাহ-সহ বিজেপি সাংসদদের ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, রণসংকল্প যাত্রায় নদিয়ার তাহেরপুরে সভা করেন তিনি। আর সেখানেই নাগরিকত্ব ইস্যুতে নরেন্দ্র মোদি, অমিত শাহকে একতিরে বিদ্ধ করেন তিনি। সাফ বলেন, “হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। অমিত শাহ গদি ছাড়ো। শান্তনু ঠাকুর দূর হঠো।“

অভিষেক (Abhishek banerjee) প্রশ্ন তোলেন, “আমরা অবৈধ আর মোদি বৈধ? মতুয়া ভাইরা অবৈধ? আর শান্তনু ঠাকুর বৈধ?“ বিজেপি সাংসদকে নিশানা করে অভিষেক বলেন, “আমাদের বাংলাদেশী বলে। বিজেপির জগন্নাথ সরকার বলছে ওরা ক্ষমতায় এলে কাঁটাতারের বেড়া বলে কিছু থাকবে না।“ তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “হয় নিঃশর্ত নাগরিকত্ব দাও, নয়তো মোদি-শাহ হঠাও। আমরা অবৈধ? মতুয়ারা অবৈধ? মোদি-অমিত শাহ অবৈধ। একবার খোঁজ নিয়েছিলেন বড়মার? একবার এসেছিলে ছবি তুলতে। এখানে উন্নয়ন বাংলা করেছেন বাংলার মেয়ে মমতা। যাঁদের ভোটে নির্বাচিত, বিজেপি সাংসদ আজ মতুয়াদের বলছে অবৈধ। শান্তনু ঠাকুর বলছে যদি এক লক্ষ মানুষ বাদ যায় যাবে! লজ্জা করে না এদের!“

আরও পড়ুন-আইপ্যাকের অফিসে হানা নিয়ে গর্জে উঠলেন অভিষেক, নদিয়ায় ১৭-০ করার টার্গেট

রাজ্য সরকারের উন্নয়নের উদাহরণ দিয়ে তৃণমূলের সেনাপতি বলেন, “১৯ ও ২৪-এ হয়তো এখানে আমরা আশানুরূপ ফল করতে পারিনি। কিন্তু উন্নয়ন খামতি রাখেনি।“

Latest article