স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে ‘গরুচোর’ বলে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Nishith Pramanik) জানালেন, “গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে।”
শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “২৯ অগাস্ট আমার সভার পর আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল। আসলে রাজনৈতিকভাবে এরা লড়াই করতে পারছে না, তাই কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসলে বিজেপির পথের একমাত্র কাঁটা তৃণমূল। তাই যেভাবেই হোক তাদের আটকাতে হবে।” গরুপাচার, কয়লাপাচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে অভিযোগের আঙুল তুলে অভিষেক বলেন, “কয়লা খনি নিরাপত্তায় সিআইএসএফ, সীমান্তে দায়িত্বে বিএসএফ। তাহলে পাচার হয় কীভাবে? আসলে এই পাচারের টাকা সরাসরি অমিত শাহের কাছে গেছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটাই কাজ ঘোড়া কেনাবেচা ও সরকার ফেলা।” এরসঙ্গে গরু পাচার ইস্যুতে নিশীথ প্রামাণিককে তোপ দেগে তিনি (Abhishek Banerjee- Nishith Pramanik) বলেন, “গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। নিশীথ প্রামাণিক আমাদের দলে ছিল। ওর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল। অভিযোগ ছিল গরু চুরির। আমরা ওঁকে দল থেকে তাড়িয়ে দিয়েছি। তাঁকেই আবার দলে নিয়েছে বিজেপি। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার তাঁকে রাষ্ট্রমন্ত্রী করেছেন। চিন্তা করে দেখুন, গরু চোরদের দিয়ে গরু চোরের তদন্ত হচ্ছে।”
আরও পড়ুন: পাচারকাণ্ডে পলাতক এক অভিযুক্তের সঙ্গে ফোনে কথা শুভেন্দুর, বিস্ফোরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
এর পাশাপাশি কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদের বিষয়টিকে নৈতিক জয় বলে দাবি করে অভিষেক বলেন, “এর আগে ২ বার আমাকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এবার আদালতের নির্দেশে বহিরাগতদের এখানে আসতে হচ্ছে এটা আমাদের নৈতিক জয়। ৩ বার আমার স্ত্রীকে, ৩ বার আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোট ৬০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে নিট ফল শূন্য। ৩ বার কেন ৩০ বার ডাকা হলেও আমি আসব। আমার দিক থেকে যতটুকু সহায়তা করা যায় করব। তবে ষড়যন্ত্রই হোক মাথা নত করব না, মেরুদণ্ড বিক্রি করি না, মাথা নত করতে হলে মানুষের কাছে করব, দিল্লির জল্লাদদের কাছে নয়।” একইসঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আত্মবিশ্বাসী অভিষেক আরও বলেন, “যদি প্রমাণ করতে পারেন আমি ৫ পয়সা নিয়েছি, তাহলে একটা ফাঁসির মঞ্চ তৈরি করবেন আমি সেখানে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলব।”
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…