মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যে অশান্তির আঁচ করতে পেরেছিলেন। তেমনটাই হল রামনবমীতে। গতকাল বৃহস্পতিবার রামনবমীর (Ram Navami- BJP) শোভাযাত্রাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে হাওড়ার শিবপুরের কাজিপাড়া। সমাজ বিরোধী ও দুষ্কৃতীদের বিরুদ্ধে দোকন-গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ পাথরবাজির মতো গুরুতর অভিযোগও রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিজেপির প্ররোচনাতেই এমন ঘটনা ঘটেছে বলে গুরুতর অভিযোগ করা হয়েছে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে।
আরও পড়ুন- স্কুলছাত্রীর যৌন নিগ্রহে দুই দোষী শিক্ষকের যাবজ্জীবন
এমন ঘটনার (Ram Navami- BJP) নিন্দা করে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কাজিপাড়াকাণ্ড নিয়ে ট্যুইটে অভিষেক লিখেছেন, “বিজেপির দাঙ্গাবাজি ফর্মুলা আবার চালু হয়েছে। সম্প্রদায়কে একে অপরের বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে। হিংসা ছড়াতে অস্ত্রের জোগান দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য। বিজেপির প্লেবুক থেকে একটি ক্লাসিক অপবিত্র ব্লুপ্রিন্ট!”
একই ইস্যুতে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ট্যুইটারে তৃণমূল মুখপাত্র লেখেন, “রামনবমীতে রিভলবার! বিজেপি করছে কী!!! বাংলাকে অশান্ত করার এত চেষ্টা। এগুলোকে খুঁজে গ্রেফতার করা হোক।” হাওড়ায় বিজেপির দাঙ্গা নিয়ে মুখ খুলেছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং সাংসদ মহুয়া মৈত্র সহ একাধিক নেতা-নেত্রীরা।