এসআইআর ও যুবভারতীর ঘটনা নিয়ে সরব অভিষেক, খারিজ হল বিজেপির গল্প

সোনালি বিবিকে দেখতে বীরভূমে যাবেন অভিষেক

Must read

প্রতিবেদন : বিজেপি তো গলবাজি করে বলেছিল বাংলায় এক কোটি, দেড় কোটি রোহিঙ্গা আছে, অগণিত বাংলাদেশি নাগরিক আছে৷ তারা কোথায় গেল? এবার জবাব দিক বিজেপি। বুধবার দিল্লিতে সংসদ ভবনে দাঁড়িয়ে এবং কলকাতায় ফিরে একযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিশানা করলেন কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে। এসআইআর থেকে অনুপ্রবেশ সমস্যা-সহ একাধিক ইস্যুতে বেছে বেছে বিজেপিকে আক্রমণ শানালেন।

অভিষেক (Abhishek Banerjee) বলেন, টার্গেট করে বাংলাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। বিজেপি নানা গল্প ফেঁদেছিল। সেইসব গল্প খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এখন কোথায় গেল এক কোটি বাংলাদেশি! কোথায় গেল এক কোটি রোহিঙ্গা? এদের বাংলার প্রতি ন্যূনতম সম্মানবোধ, নেই। থাকলে বাংলাকে বাংলাদেশের সঙ্গে তুলনা করত না।

আরও পড়ুন- MSME-তে তিন নয়া সেন্টার বাংলায়, নেতাজি ইনডোরে ব্যবসায়ী সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০ কোটি বাংলাবাসীকে যারা অপমান করেছে তাদের এখনই ক্ষমা চাওয়া উচিত। অভিষেক বলেন, তর্কের খাতিরে যদি ধরে নিই তারা বাংলায় ঢুকে পড়েছে, তাহলে প্রশ্ন, পহেলগাঁও বা কাশ্মীরের বর্ডার পেরিয়ে জঙ্গিরা ঢুকছে কীভাবে? সেখানে তো আর তৃণমূল কংগ্রেস নেই! সেখানকার মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় নন! সেই রাজ্যের পুলিশকে তো আর তৃণমূল চালায় না! যার ব্যর্থতায় জঙ্গিরা ঢুকে এই হত্যালীলা চালাল সেই আইবি চিফকেই আবার এক বছরের এক্সটেনশন দেওয়া হল। সেই আইবি চিফ থাকাকালীনই দিল্লিতে বোমা বিস্ফোরণে অনেকের প্রাণ গেল, তার পরও তিনি পদে আসীন! এর জবাব দেবেন না আপনারা? যারা বাংলাকে খাটো করতে চেয়েছে, তারাই আজ ছোট হয়েছে। আকাশের দিকে মুখ করে থুতু ফেললে নিজের গায়েই পড়ে, বিজেপি নেতাদের সেটা ভেবে দেখার সময় এসেছে।

অভিষেক আরও বলেন, অমানবিকভাবে পরিচালিত হয়েছে এসআইআর। পরিচালনার চাপ সামাল দিতে না পেরে বাংলায় বিএলওদের আত্মহত্যা করতে হয়েছে৷ এর দায় এড়াতে পারে না জাতীয় নির্বাচন কমিশন। সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচন৷ তার আগে বিজেপি টাকা দিয়ে বাংলার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলে লাভ কিছুই হবে না। বাংলার বিধানসভা নির্বাচনে গতবারের তুলনায় আসন বাড়বে তৃণমূলের, সাফ জানিয়ে দিলেন অভিষেক। বিজেপি বাংলার জন্য কী কী সমস্যা তৈরি করেছে, কীভাবে রাজ্যের সার্বিক উন্নয়নে বাধার সৃষ্টি করছে, সেই বিষয় নিয়ে আরও বেশি প্রচার করা প্রয়োজন। এদিন দিল্লি থেকে কলকাতা রওনা দেওয়ার আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, শুক্রবার তিনি বীরভূমে গিয়ে বাংলাদেশ থেকে দেশে ফেরা সোনালি খাতুনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Latest article