ব্রিগেডের আদলে ব়্যাম্প করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভামঞ্চের। কেন ব়্যাম্প? কৌতুহল ছিল তুঙ্গে। শুক্রবার, সেই ব়্যাম্পে খসড়া ভোটার তালিকা তিন ‘মৃত’কে হাঁটিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
২০২৪ সালে ব্রিগেডের মেগা সমাবেশের মতোই উন্মুক্ত ক্রস ব়্যাম্প বারুইপুর ফুলতলা সাগর সংঘ মাঠে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভায়। সেই সভা ঘিরে কৌতুহল ছিল তুঙ্গে। এদিন বক্তব্য রাখতে উঠে সেই বিষয়ে উত্থাপন করেন অভিষেক। তারপরেই সবাইকে চমকে দিয়ে বলেন, আপনারা ভূত দেখবেন? ভূত দেখাব বলে ব়্যাম্প করেছি। তার পরেই তিনজনকে মঞ্চে ডাকেন ডায়মন্ড হারবারের সাংসদ। পরিচয় করিয়ে দেন তাঁদের। হরেকৃষ্ণ গিরি, মায়া দাস ও মনিরুল ইসলাম মোল্লাদের দেখিয়ে অভিষেক জানান, খসড়া ভোটার তালিকায় এঁদের মৃত বলে উল্লেখ করা হয়েছে।
অভিষেক জানান, “এই যে তিন জনকে দেখছেন, তাঁদের এই দু’জন মেটিয়াবুরুজের বাসিন্দা। আর ইনি কাকদ্বীপের। নির্বাচন কমিশন এঁদের মৃত ঘোষণা করেছে। শুধু এঁরাই নয়, এঁদের মতো আরও ২৪ জন রয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়, যাঁদের মৃত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অথচ দেখুন, এবার সবাই বেঁচেবর্তে রয়েছেন। তাহলে কমিশনের হিসেব অনুযায়ী, এঁরা সবাই ভূত! আমি তাই এই ‘ভূত’দের ডেকে হাঁটালাম।”
আরও পড়ুন: কেন ব়্যাম্প? ৩ ‘ভূত’কে হাঁটিয়ে ব্যাখ্যা অভিষেকের
এর পরেই কেন্দ্র ও কমিশনকে এক বন্ধনীতে রেখে অভিষেকের নিশানা করে বলেন, “আমরা একজনের নামও কাটতে দেব না। আগামী দিনে তৃণমূল দিল্লিতে যাবে। ভ্যানিশ কুমাররা তৈরি থাকুন-জ্ঞানেশ কুমার, অমিত শাহ সবাই ভোটের জলোচ্ছ্বাসে ভেসে যাবেন।” ‘এসআইআর-এর কারণে’ মৃত তিনজনের পরিবারকে এদিন অভিষেকের সভায় ডাকা হয়। শফিকুল গাজি, হাফেজ শাহবুদ্দিন ও আবু তালেব সর্দারের পরিবারের সদস্যেরা ছিলেন সভায়।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…