বাঁকুড়ার মাটিতে বিজেপির বিসর্জন নিশ্চিত করতে শনিবার শালতোড়ায় রণ সংকল্প সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই সভা থেকেই আগামী নির্বাচনে সুজাতা মণ্ডলের জয়ী হওয়ার কথা বলেন অভিষেক।
২০২৪ সালে তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল সুজাতা মণ্ডলকে। কিন্তু মাত্র কয়েকটি ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন সুজাতা। এদিন লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “সুজাতা মণ্ডল এখানে রয়েছেন। বিষ্ণুপুর লোকসভায় বিজেপি কানের পাশ দিয়ে বেরিয়েছে। পাঁচ হাজার ভোট মানে কী! আগামী নির্বাচনে এক লক্ষ ভোটে জিতবে। বাঁকুড়ায় অর্ধেক হয়ে গিয়েছে বিজেপি। ২০২৪ সালের ফলের নিরিখে বিজেপি ৬, তৃণমূল ৬। বিজেপির ৬টা কেড়ে নিয়ে এমন ছয় মারতে হবে, যেন বল বাউন্ডারির বাইরে চলে যায়।” অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যেমন সুভাষ সরকারকে প্রাক্তন করেছেন, তেমনই প্রত্যেকটা বুথে বিজেপিকে প্রাক্তন করতে হবে।”
আরও পড়ুন- ১২ বছরে বাঁকুড়ায় কী করেছে বিজেপি রিপোর্ট কার্ড দেখাক, নিশানা অভিষেকের, ডাক ১২-০ করার
মহিলা ভোটারদের উদ্দেশে অভিষেকের বার্তা, “২ কোটি ৩০ লক্ষ মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে সরকার খরচা করে ২৭ হাজার কোটি টাকা। যত দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মাটিতে আছে, কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে পারবে না। এটা আমাদের শপথ। আমরা কথা দিয়ে কথা রাখার দল।”
মহিলাদের বন্দি করতে চায় বিজেপি, এ প্রসঙ্গে অভিষেকের বক্তব্য,”আজ থেকে পাঁচ দিন আগে বিজেপির রাজ্য কমিটির এক সদস্য (কালীপদ সেনগুপ্ত) সভা করে বলেছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, তাদের ঘরে বন্দি করে রাখো। তারা যেন ভোট দিতে না পারে। বিজেপির নেতারা মায়েদের বন্দি করে রাখতে চায়। যেদিন ভোটের রেযাল্ট বেরোবে, দিল্লি দেখবে কে কাকে বন্দি করেছে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, মায়েদের আদালতে মোদিবাবুকে হতে হবে বন্দি।”

