২০২৩ সালের ২৫ এপ্রিল টানা দু মাস নবজোয়ার (Trinamoole Nabo Jowar) কর্মসূচি শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ পর্যন্ত চলেছিল কর্মসূচি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছিলেন, রাস্তায় দাঁড়িয়ে মানুষের অভাব-অভিযোগ শুনেছিলেন অভিষেক। নিমেষে সমাধান করেছেন অনেক সমস্যার।
পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছতেই এই কর্মসূচি শুরু হয়েছিল। গতবছর পঞ্চায়েত ভোটের আগে মানুষের পছন্দের প্রার্থীকে দলের প্রার্থী হিসেবে তুলে ধরতে বুথ সভাপতিদের নিয়ে গোপন ব্যালটে মতামত নিয়েছিলেন। দিয়েছিলেন বিশেষ ফোন নম্বরও।
আরও পড়ুন- ৫ জেলায় জারি লাল সতর্কতা, মুক্তি মিলছে না দহনজ্বালা থেকে
বৃহস্পতিবার সেই দিনটিকে স্মরণ করে অভিষেক এক্স হ্যান্ডেলে মানুষকে ধন্যবাদ জানিয়ে অভিষেক লেখেন, “ঠিক এক বছর আগে এই দিনে, আমি একটানা দু’মাস মাঠেঘাটে মানুষের মধ্যে কাটিয়েছিলাম। গতবছর এই দিনেই কোচবিহার থেকে নবজোয়ারের (Trinamoole Nabo Jowar) সূচনা করেছিলাম। মানুষের মধ্যে প্রতিটি মুহূর্ত, তাঁদের প্রতিটি কথা এবং পরামর্শ আমার হৃদয়ে দাগ ফেলেছে, যা আমার জীবনের শেষদিন পর্যন্ত মনে থাকবে।”সারাজীবন মানব সেবায় নিজেকে ব্রতী রাখবেন জানিয়ে অভিষেক লেখেন, “তৃণমূলের আদর্শ, দৃষ্টিভঙ্গির প্রতি মানুষের বিরাট আস্থা, ভরসা, বিশ্বাস, তাঁদের অফুরন্ত আশীর্বাদ পেয়েছি। একইসঙ্গে বিভাজন ও নিপীড়নের রাজনীতিকে প্রত্যাখ্যান করার জন্য আমি পশ্চিমবঙ্গের জনগণের সামনে মাথা নত করছি। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করার অঙ্গীকার করছি।”
On this day, exactly a year ago, I embarked on the NABO JOWAR from Coochbehar, spending two months on the ground. Every moment among the people, listening to their voices and suggestions, has left an indelible mark on my heart, to be cherished until my last breath. (1/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) April 25, 2024