সন্দেশখালিকাণ্ডের পরে অভিষেকের সভায় ভিড় হবে না- সকাল থেকে এই অপপ্রচার করছিল কোনো বাজার পত্রিকা। মঙ্গলবার বসিরহাটের সভা মঞ্চ থেকেই তাদের ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, হিম্মত থাকলে মঞ্চে এসে ভিড়ের ছবি তুলুন। দেখা যাবে কী বিপুল মানুষ যোগ দিয়েছেন। এদিন সকাল থেকেই বৃষ্টি ছিল দক্ষিণবঙ্গ জুড়ে। তা সত্ত্বেও অভিষেকের সভায় উপচে পড়েছে ভিড়। তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, বৃষ্টি মানে তৃণমূলের জয় নিশ্চিত।
এদিন সভা মঞ্চ থেকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেন, কোনও একটি দৈনিক সকালে লিখেছিল অভিষেকের সভায় জনসমাগম হবে না। সেই প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “সকালে দেখলাম কোনও এক বাজার পত্রিকা লিখেছে বসিরহাটের সভায় লোক জোগাড় করা যাচ্ছে না। সেই পত্রিকার প্রতিনিধি থাকলে তাঁকে চ্যালেঞ্জ করছি, মঞ্চে এসে ভিড়ের ছবিটা তুলুন। যে অ্যাঙ্গেল থেকে পারেন ছবি তুলুন। দেখান জনগণ তৃণমূলের সঙ্গে আছে। আর কিছু নেই শুধু মানুষ আছে। বৃষ্টি বাদল উপেক্ষা করে মানুষ এসেছে। আসুন এসে ছবি তুলুন। এই লড়াই বাংলা বনাম বাংলা বিরোধীদের লড়াই। লোককে দেখান, কী বিপুল পরিমাণ জনজোয়ার হয়েছে এই সভাতে।”
আরও পড়ুন: সিবিআই কেন হেফাজতে চাইছে না উত্তম-শিবুদের? প্রশ্ন অভিষেকের
এদিন দুর্যোগ মাথায় করেই বসিরহাটে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি। মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, “নবজোয়ারে যখন বসিরহাটে এসেছিলাম এই মাঠেই ছিলাম। রাতে এই মাঠেই থেকেছিলাম। তখনও কোথায় কিছু নেই হঠাৎ বৃষ্টি নামে। রাতেও বৃষ্টি হয়েছিল।” অভিষেকের কথায়, “বৃষ্টি মানে সর্বশক্তিমানের আশীর্বাদ। বৃষ্টি মানেই তৃণমূলের জয়ের সূচনা। বৃষ্টি মানেই তৃণমূলের জয়ের অপেক্ষা মাত্র।”
এদিনের সভায় নিন্দুকদের সমালোচনা উড়িয়ে মাঠ ছিল ভিড়ে ঠাসা কাণায় কাণায় পূর্ণ। দুর্যোগ উপেক্ষা করেই অভিষেকের সভায় জনসমুদ্র। যে মাঠে সভা করে অভিষেক, সেই মাঠও ছিল কাদায় ভরা। তবে তার পরেও সভা করেন তিনি। বৃষ্টি উপেক্ষা এর আগেও সভা করতে দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে বক্তৃতা দিয়েছেন তিনি।