মণীশ কীর্তনিয়া, ইটাহার: উত্তর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে এবার বিজেপিকে ১৫-০ শূন্য করতে হবে। আর ইটাহার সবচেয়ে বেশি লিড দেবে। আমার আজ ২০২৩ সালের নবজোয়ারের কথা মনে পড়ছে। সেই বছরের মে মাসে আমি এখানে এই রাস্তা দিয়ে নবজোয়ার করেছিলাম। তারপর পঞ্চায়েতের জয় দেখেছিলেন। লোকসভা জয়ের খুঁটিপুজো করেছিলাম। আজ ২৬ সালের জয়ের খুঁটিপুজো করলাম। বুধবার ইটাহারের রোড শোয়ে জনসুনামির মাঝে দাঁড়িয়ে বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন ইটাহরে রোড শো করেন তিনি। বালুরঘাটের কর্মসূচি সেরে ইটাহারে ঢোকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু তার অনেক আগে থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করেছিলেন। অভিষেক আসার পর তা জনসুনামিতে পরিণত হয়। ক্যারাভানে না উঠে নিজের গাড়ির ওপরই দাঁড়িয়ে পড়েন তিনি। এরপর রোড শো শুরু হলে শুরু হয় জনগর্জন। আট থেকে আশি আছড়ে পড়ে তাঁকে দেখতে। তাঁর কথা শুনতে।
আরও পড়ুন- বাংলা-বিরোধী বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে! SIR-এর বলি ওসমান মোল্লার পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক
এখানেও বিজেপিকে একহাত নেন অভিষেক। তাঁর কথায়, যারা বাংলাকে ভাতে মারতে চেয়েছে সেই অসুরগুলোকে বিদায় জানাতে হবে। যারা বাংলাকে অত্যাচার করেছে তাদের সাফ করে দিতে হবে। এসআইআর করে আমাদের মৌলিক অধিকার বঞ্চিত করেছে, করুক। আবার জিতবে বাংলা। আমি আগের বার এখানে সভা করেছিলাম বলে আমার নামে এফআইআর করেছিল বিজেপি। তুমিও লড়ো। তোমাদের মুখ যদি না দেখতে চায় মানুষ আমাদের কিছু করার নেই! কটাক্ষ অভিষেকের (Abhishek Banerjee)। যত ক্ষমতা আছে প্রয়োগ করো। বাংলার মানুষ আমাদের সাথে আছে। হবে লড়াই। এই বিধানসভা বালুরঘাট লোকসভার মধ্যে। যার সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। হাফ মন্ত্রী। আমাদের টাকা আটকে রেখেছে। টাকা ওদের সম্পত্তি নাকি! এদের বুথ থেকে উৎখাত করতে হবে। হিসাব দিলে তারপর ভোট চাইতে বলবেন। আমরা হিসাব দিলে ওরাও দেবে। ২৫০ আসন নিয়ে জিতব। ইটাহার যেন সবথেকে বেশি লিড পায়।

