৯ই আগস্টের পর থেকে কেটে গিয়েছে ১৮ দিন। আসেনি সমাধানসূত্র, আসেনি বিচার। এই অবস্থায় ফের একবার গত ১৫ দিনে দেশের একের পর এক ধর্ষণের ঘটনার একটি ‘কোলাজ’ তৈরি করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি লেখেন, ”এই কোলাজটি গত ১৫ দিনে ভারতের রাষ্ট্রীয় অবস্থার একটি জ্বলন্ত উদাহরণ। যেখানে একটি গোটা জাতি ধর্ষণের বিরুদ্ধে ন্যায়বিচারের জন্য লড়াই করছে, এই কোলাজটিই বলে দিচ্ছে এই মুহূর্তে ভারতের কঠিন বাস্তব। উত্তরটি পরিষ্কার: একটি কঠোর ধর্ষণবিরোধী আইন যা ৫০ দিনের মধ্যে বিচার এবং দোষী সাব্যস্ত হওয়া নিশ্চিত করবে। কঠোর শাস্তি নিশ্চিত করে ভারতে এই মুহূর্তে একটি সময় নির্দিষ্ট ধর্ষণবিরোধী আইনের বিশেষভাবে প্রয়োজন। পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রতি ১০০টি ধর্ষণের ঘটনায় ৭৪ জন ধর্ষণের শাস্তিই পান না।”
আরও পড়ুন-তামিলনাড়ুর সামনে আজ মুম্বই, বুচিবাবুতে পরীক্ষা শ্রেয়স, সরফরাজের
তিনি আরও লেখেন, ‘‘আমাদের যদি এই অপরাধের শিকার হওয়া মহিলাদের সুবিচার দিতে হয়, তবে অবিলম্বে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের একটি ‘সময় নির্দিষ্ট ধর্ষণ বিরোধী আইনের দাবি জানাতে হবে। এছাড়া সবই সারবত্তাহীন প্রচেষ্টা। বস্তুত কোনও কাজ হবে না।’’
আরও পড়ুন-বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, গত ২২ অগস্ট দেশে ধর্ষণের একটি পরিসংখ্যান তুলে ধরে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনও ধর্ষণ বিরোধী আইন আনার দাবি জানান অভিষেক। স্পষ্ট জানান ওই আইনের জন্য কেন্দ্রের উপর রাজ্য সরকারকে চাপ দিতে হবে। এরপরেই ধর্ষণবিরোধী আইন চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিল রাজ্য সরকার।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…