স্বাধীনতা দিবসে অভিষেকের বার্তা: বিভেদ-হিংসা-অবিশ্বাস-দমনের বিষ যারা ছড়াচ্ছে তাদের উপড়ে ফেলতে হবে

Must read

স্বাধীনতার (Independence Day) ৭৫ বছর উপলক্ষ্যে ঠিক রাত ১২টায় সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেখানে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শ তুলে ধরে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন তিনি। নাম না করে মোদি সরকারকে ধুয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

স্বাধীনতা দিবসে (Independence Day) সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ভাষা, ভাবনা, রুচি, পছন্দ আলাদা। কিন্তু আমরা সবাই এক সূত্রে বাঁধা। এটাই ভারতের ঐতিহ্য। তবে, ভারতের সেই অখণ্ডতায় আঘাত আসছে। অভিষেকের মতে, আমরা গর্বিত। স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা বীরত্বের সঙ্গে লড়াই করেছেন। একটি জাতি যা গণতান্ত্রিক মূল্যবোধের উপর নির্মিত হয়েছিল। আমরা যখন ভারতের স্বাধীনতার ৭৫তম বছর উদযাপন করছি। আসুন আমরা তার উন্নত ভবিষ্যতের জন্য সংগ্রাম করার এবং আমাদের মাতৃভূমির গৌরব নিয়ে আসার শপথ নিই।

আরও পড়ুন: বিজেপি রাজ্যে কোর্টের মধ্যেই গলা কেটে খুন!

তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, ভেবে দেখুন তো সত্যি  আপনারা কি বাক স্বাধীনতা পান? নিজের ইচ্ছে মতো খাওয়া-দাওয়া, পোশাক পরার বা মত প্রকাশের স্বাধীনতা পান? এই ভারতেরই কি স্বপ্ন দেখেছিলেন নেতাজি, গান্ধীজি, লালবাহাদুর শাস্ত্রী, মাতঙ্গিনী হাজরারা! দেশের জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁরা কি এই ভারতের কল্পনা করেছিলেন?

অভিষেক বলেন, দেশের স্বাধীনতার ৭৫ বছরে ভাবতে হবে যে বিভেদ-বিচ্ছেদ-হিংসার পরিস্থিতি গত কয়েক বছর ধরে ছড়াচ্ছে আগামী দিনেও সেই পরিস্থিতি আপনারা চান কি না। না কি এই পরিস্থিতির পরিবর্তন চান? অভিষেকের মতে, দেশজুড়ে যারা বিভেদের, হিংসার, অবিশ্বাসের, দমনের বিষ ছড়াচ্ছে তাদের উপড়ে ফেলতে হবে। এই স্বাধীনতা দিবসেই দেশ থেকে বিজেপিকে হটানোর ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের টুইটার হ্যান্ডেলও দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন তিনি।

Latest article