ভারতের গর্বের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ১৫ অগস্ট। ২০০ বছরের পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত হয়ে এই দিন স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটিকে শুধুমাত্র ভারতের স্বাধীনতা পাওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় না, স্মরণ করা হয় ভারতের বীর সন্তানদের, যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন।১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের ২০০ বছরের শাসন থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ব্রিটিশ শাসনে ভারতীয়দের উপর চালানো হয়েছিল অকথ্য অত্যাচার। এই পরাধীনতার বেড়াজাল থেকে ভারতবাসীদের মুক্ত করতে আত্মবলিদান দিয়েছে বহু বীর। এই দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতির উদ্দেশ্যে নিজের বক্তব্য প্রকাশ করেন।
আরও পড়ুন-৭৫তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটবার্তা
জাতির প্রতি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘আজ, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে, আমি ভারতের জন্য আমার সমস্ত স্বপ্ন আপনাদের সাথে ভাগ করতে চাই।এমন একটি দেশ যেখানে প্রতিটি ভারতীয়র কণ্ঠস্বর প্রসারিত হয়, অভিযোগের সমাধান করা হয় এবং সুশাসন একটি বাস্তবতা।একটি ভারত যেখানে বৈচিত্র্য উন্নত এবং সমতা সমুন্নত থাকে। আমাদের মাতৃভূমির গর্বিত মানুষের জন্য, আমি এই স্বপ্নের জন্য অক্লান্ত পরিশ্রম করার প্রতিশ্রুতি দিচ্ছি। ভারতের জন্য আপনার স্বপ্ন কী?’
Today, on India’s 76th Independence Day, I would like to share with you all my dream for India.
A country where voice of every Indian is amplified, grievances are addressed, and good governance is a reality.
(1/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) August 15, 2022