ভোটের ময়দানে বারবার হারছে বিজেপি। এই হার মানতে পারছে না। দশ আর তাই এজেন্সি দিয়ে হেনস্থার চেষ্টা চালাচ্ছে বিজেপি। ঠিক যেদিন আমার কোনও কর্মসূচি থাকছে, বেছে বেছে সেদিন ডেকে পাঠানো হচ্ছে আমাকে। গরু পাচার, কয়লা কেলেঙ্কারিতে কিছু করতে না পেরে, নিয়োগ দুর্নীতি মামলায় ডাকছে। আমাকে তো বটেই আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারের এই এজেন্সি রাজনীতির বিরুদ্ধে শুক্রবার সরব হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও এভাবে যে তাঁকে দমন করা যাবে না সেথাও কড়া সুরে জানিয়ে দিলেন অভিষেক।
এদিন ডায়মন্ড হারবারের ফলতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিষেক বলেন, “এখানে গতকাল আমার সভা করার কথা ছিল। কিন্তু ইডি আমায় ডেকে পাঠালো। যার জন্য সভা একদিন পিছিয়ে দিতে হয়। এরা লড়তে না পেরে এজেন্সি দিয়ে দমানোর চেষ্টা করছে। যেদিন কর্মসূচি সেদিন ডেকে কীভাবে হেনস্থা করা যায় সেই চেষ্টা করছে এরা। বিরোধী জোটের মিটিংয়ের দিন ডাকা হল, দিল্লিতে ধর্নার দিন ডাকা হল, ৯ অক্টোবর নোটিশ দেওয়া হয় কারণ আমি তখন রাজভবনের পাশে ধর্নায়। এবারও ডাকা হল, আমি ৬ হাজার পাতার নথি দিয়েছি। তবে এভাবে আমাকে দমানো যাবে না।”
আরও পড়ুন: ডায়মন্ড হারবার মডেল, ৭০ হাজার মহিলাকে বার্ধক্যভাতা, ঘোষণা অভিষেকের
২০২০ সালের নভেম্বরে বলেছিলাম আমি আমার অবস্থানে অনড়। আজ ৩৬ মাস পরেও আমি একই কথা বলছি। গরু পাচার, কয়লা কাণ্ডে কিছু করতে পারেনি। সুপ্রিমকোর্ট আমাকে রক্ষাকবচ দিয়েছে। এখানে কিছু করতে পারছে না তাই অন্যপথে নিয়োগ দুর্নীতিতে আমাকে আমার পরিবারকে হেনস্থা করছে এরা। তবে যেভাবে এজেন্সিকে হাতিয়ার করে বিরোধীদের হেনস্থা করছেন আপনারা তাতে লাভ কিছু হবে না। এভাবে ধমকে চমকে আমাকে দমিয়ে রাখা যাবে না। আমি দমন নীতির কাছে মাথা নত করি না। মাথা নত করলে মানুষের কাছে করব।”
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…