দুর্গাপুরে কয়লা মাফিয়া জয়দেব খাঁ-এর সঙ্গে এক ফ্রেমে কেন্দ্রের কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশি (Coal- Pralhad Joshi)। টুইট করে সেই ছবি ফাঁস করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার ছবি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি তোলপাড়।
আরও পড়ুন: লাভ জিহাদের অভিযোগ: গুজরাতে সংখ্যালঘু ৩ ছাত্রকে বেদম মার
টুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, তিনি আশ্চর্য এই ভেবে যে মন্ত্রী খোদ কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশি লঙ্কিত কয়লা মাফিয়া জয়দেব খাঁ-এর সঙ্গে কী করছেন! এরপরই অভিষেকের কটাক্ষ, কেন্দ্রীয় মন্ত্রী কি বিজেপির পকেট ভরাট করার উপায় নিয়ে আলোচনা করছেন নাকি জাতীয় সম্পদ চুরির জন্য তাকে অভিনন্দন জানাচ্ছেন?
I wonder what Minister @JoshiPralhad is doing with tainted coal mafia, Joydeb Khan!
Is he discussing ways of filling @BJP4India’s pockets or congratulating him on siphoning the Nation’s resources ?
The @dir_ed and the CBI have conveniently ignored this MAFIA-MINISTER NEXUS. pic.twitter.com/BhaqNH9IHy
— Abhishek Banerjee (@abhishekaitc) November 25, 2022
উল্লেখ্য, গত বুধবার বাংলায় এসে সটান এক কয়লা মাফিয়ার হোটেলে ওঠেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশি (Coal- Pralhad Joshi)। এমনকি সেই হোটেলে রাত্রিবাস এবং ইসিএলের গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন তিনি। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।