সোমবার বারাসতের সভার আগেই সভার মেজাজ বেঁধে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার সিঙ্গুরে যে দিশাহীন ‘পাল্টানোর’ আওয়াজ তোলার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার পাল্টা নদিয়ার চাপড়া থেকে দিয়েছিলেন অভিষেক। ফের একবার বারাসতের সভার আগে বাংলা-বিরোধী বিজেপির সরকারকে দিল্লি বদলের হুঁশিয়ারি অভিষেকের।
চাপড়ার সভা থেকে যেভাবে বিজেপিকে পাল্টানোর ডাক দিয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee), সেই সুরে সুর মিলিয়েই তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, মেয়ের কাছেই থাকবে বাংলা। পারলে বিজেপি দিল্লি সামলা। যেভাবে প্রচার মন্ত্রী নিজের পিঠচাপড়ানো প্রচারের পিছনে খরচ করেন, তার অর্ধেকও বাস্তবের উন্নয়নের কাজে লাগাতেন তবে দেশের কোটি কোটি মানুষ দুর্দশায় পড়তেন না। তাঁর গ্যাস-বেলুন, ফাঁকা বুক ফোলানো বুলিতে বাংলা শুধুই ‘সোনার বাংলা’, ‘কমল ছাপ’, ‘পরিবর্তন’ স্লোগানই পেয়েছে।
আরও পড়ুন-দাম্ভিক মোদি, উন্নয়নের কথা কোথায়! সিঙ্গুর থেকেও প্রতিবাদ
যে পাল্টানোর বার্তা মোদি দেওয়ার চেষ্টা করেছেন সেই মোদিকেই চ্যালেঞ্জ অভিষেকের। তিনি লেখেন, বিজেপি চিৎকার করছে ‘পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার’। ওরা বাংলার মানুষকে বদলে ফেলতে চায়। কিন্তু বিজেপি বাংলার মানুষকে শাস্তি দিয়ে, হেনস্থা করে তাঁদের সামনে যেভাবে ঝোঁকাতে চাইছে তাতে বাংলার মানুষ নত হবে না, ভেঙে পড়বে না, পাল্টাবে না। ২০২৬-এর পর ১০ কোটি বাংলার মানুষ ধুলোয় মিশিয়ে দেবে মোদির গর্ব এবং বাংলার মানুষের হার না মানা মানসিকতার কাছে পরাজিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেবেন।
চাপড়ার রোড-শোতে বিপুল জমায়েতের উল্লেখ করে অভিষেক দাবি করেন, চাপড়ার রোড-শোর বিপুল জমায়েত আকাশের আগুনের শিখার মতো ফলাফল দেখিয়ে দিয়েছে। বাংলার মানুষ ঐক্যবদ্ধ, ক্রুদ্ধ এবং বাংলা-বিরোধীদের ঘরে ঢুকিয়ে দিতে প্রস্তুত। কৃষ্ণনগরে নিরঙ্কুশ জয় পাবে তৃণমূল কংগ্রেস, এবং গোটা বাংলায় বিজেপিকে ৫০-এর নিচে নামিয়ে আনবে। বাংলার মানুষের জয় অবশ্যম্ভাবী।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…