বঙ্গ

আড়াই মাসে শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন না প্রধানমন্ত্রী

প্রতিবেদন : আড়াই মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করতে পারেননি প্রধানমন্ত্রী ও বিজেপি। জলপাইগুড়ি থেকে এই চ্যালেঞ্জ জানিয়েছিলাম বাংলার বকেয়া নিয়ে। প্রধানমন্ত্রী বাংলাতে এতবার প্রচার করে গেলেন কিন্তু কোথায় শ্বেতপত্র? শুক্রবার দলীয় প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে মগরাহাট পূর্বের জনসভা থেকে ফের এই প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ-দিনের সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেছেন তিনি। তাঁর কথায়, যত দিন যাচ্ছে তৃণমূলের উপর মানুষের আশীর্বাদ বাড়ছে। তৃণমূলের ভোট বাড়ছে। এই সভা সেরে অভিষেক উত্তর ২৪ পরগনায় যান। বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে রোড-শো করেন। সব ক’টি জায়গার মতন এই রোড-শোয়েও ছিল জনজোয়ার। বারাসত বিদ্যাসাগর স্টেডিয়াম থেকে চাঁপাডালি মোড় পর্যন্ত চলে রোড-শো।

আরও পড়ুন: ‘হারাতঙ্ক’-এ ভুগছে, বাংলায় বিজেপির ৩ ষড়যন্ত্রের ছক ফাঁস তৃণমূল সুপ্রিমোর

এদিন বক্তৃতা করতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, পরিবর্তনের প্রথম চাকা ২০০৮ সালে এই মাটি থেকে ঘুরেছিল। পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে এসেছিল। অভিষেকের সংযোজন, ২০১৯ সালে জয়নগরে প্রতিমা মণ্ডলকে ৩৭ হাজার ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন। ২১ সালে যারা গেল গেল রব তুলেছিল তাদের বাড়াভাতে ছাই দিয়ে তাঁকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন। এবার জয়নগর লোকসভার সাতটি বিধানসভার মধ্যে মগরাহাট এক নম্বরে থাকবে। প্রতিটা বুথে জয়ের ব্যবধান বাড়াতে হবে। অসমের মুখ্যমন্ত্রী বাংলায় প্রচারে এসে সভা করে গিয়েছেন তার পাল্টা জবাব দিলেন অভিষেক। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দুদিন আগে বাংলার মাটিতে এসে কুৎসা করে গিয়েছে। এদিন তার পাল্টা জবাব দিলেন অভিষেক। তার কথায়, উনি বলেছেন দুর্গাপূজা উৎসব হবে না। রামনবমীর দিন অস্ত্র হাতে মিছিল হবে। অস্ত্রের ঝনঝনানি নিয়ে রাস্তায় বোম-বন্দুক-তরোয়াল নিয়ে বেরোবে, আর বাংলার মানুষ পুজোয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নগমী, দশমীতে পরিবার পরিজনকে নিয়ে মণ্ডপ পরিদর্শন বা প্রতিমা নিরঞ্জনে গেলে অপরাধ হবে। আসলে বিজেপি বাংলায় দুর্গোৎসব বন্ধ করতে চায়। আপনারা বলুন এই বিজেপিকে উচিত শিক্ষা দেবেন না! একদিন মঞ্চে দাঁড়িয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলায় মা মাটি মানুষ সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

59 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago