বাংলার নির্বাচনে কি বিজেপিকে সাহায্য করেছিল কংগ্রেস? রাহুলকে তীব্র কটাক্ষ অভিষেকের

Must read

রাহুল গান্ধীকে একহাত নিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Rahul Gandhi)। রাহুলকে কটাক্ষ করে অভিষেক বলেন, ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে ৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস, তখন কি তারা বিজেপিকে সাহায্য করেছিল?

বহু জোড়ো যাত্রায় ব্যস্ত ছিলেন রাহুল। এই কারণে ত্রিপুরায় ভোটের প্রচারেও যাননি তিনি। হঠাৎই তাঁর মনে পড়েছে তৃণমূল কংগ্রেস দিন দিন শক্তিশালী হয়ে উঠছে তাই ওই রাজনৈতিক দলকে বাঁধা দিতে হবে। আর তারপরই মেঘালয়ে একটি জনসভায় রাহুল বলে বসেন, বিজেপিকে সাহায্য করতে মেঘালয়ে লড়ছে তৃণমূল। এর পাল্টা জবাব দিয়ে ধুয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘গত ৫ বছরে এখানে শুধু দুর্নীতি হয়েছে, একটাও উন্নয়ন হয়নি’ বিরোধীদের নিশানা করে মেঘালয়ে পরিবর্তনের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ট্যুইট করে রাহুলকে খোঁচা দিয়ে অভিষেক (Abhishek Banerjee- Rahul Gandhi) বলেন, “বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। অপ্রাসঙ্গিকতা, অযোগ্যতা এবং নিরাপত্তাহীনতা তাঁকে এই অবস্থায় এনে ফেলেছে। আমি রাহুল গান্ধীকে আমাদের দলকে আক্রমণ না করে রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমাদের বৃদ্ধি অর্থ দ্বারা চালিত নয়, এটি মানুষের ভালবাসা যা আমাদের চালিত করে। ঠিক একই যুক্তিতে বলি, ২০২১ সালে যখন কংগ্রেস বাংলার বিধানসভা নির্বাচনে ৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তখন কি তারা বিজেপিকে সাহায্য করেছিল? কংগ্রেস এমন একটি দল যা দেশের গত ৪৫টি বিধানসভা নির্বাচনের মধ্যে ৪০টিতেই হেরেছে৷”

বুধবারই মেঘালয়ের এক সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee) সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “মানুষের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়েছে কংগ্রেস। ওরা লড়াইটাই করতে পারে না।”

Latest article