বঙ্গ

‘ত্রিপুরায় আর দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার হবে’ দাবি অভিষেকের

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এবার সেই অনুষ্ঠানের বহর তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও বাড়াল। শনিবার দুপুর দুটো থেকে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাষণের পর একটি প্রশ্নোত্তরের পর্ব আয়োজন করা হচ্ছে। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রনেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারেন।

এদিন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন “যতদিন না বিজেপিকে ভারত থেকে ছুড়ে ফেলা হচ্ছে, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চলবে। বাংলার মাটি থেকে যে লড়াই শুরু হয়েছে, তা দিল্লিতে গিয়ে থামবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, দেড় বছরের মধ্যে ত্রিপুরায় তৃণমূল ক্ষমতায় আসছে। ত্রিপুরায় আর দুয়ারে গুন্ডা চলবে না, দুয়ারে সরকার যাবে।”

এদিন মঞ্চ থেকে হিন্দিতে বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, যেখানে তৃণমূল যাবে, সেখানে তৃণমূলকে আটকে দেখান। যাঁরা ভাবছেন ইডি-সিবিআইয়ের ধমকানি দিয়ে তৃণমূলকে আটকে রাখবেন, তাঁরা ভুল ভাবছেন। যত এরকম করবেন, তত আমরা দৃঢ়প্রতিজ্ঞ হব।’

এদিন তিনি আরো বলেন “যাঁরা বহিরাগতদের দিয়ে বাংলা দখলের চেষ্টা করেছিলেন, তাঁরা তৃণমূলের ছাত্র-যুবের কাছে ১০-০ গোলে হেরে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছাতে পারেননি। ছাত্র-যুব যে ভূমিকা পালন করেছেন, তা অভাবনীয়। নির্দ্বিধায়, ভাবাবেগকে সমর্থন করেছেন। আগামিদিনের লড়াইটা আরও বড়। পশ্চিমবঙ্গে আর সীমাবদ্ধ নেই তৃণমূল। ত্রিপুরায় তৃণমূলের সংগঠন তৈরি করা হচ্ছে।”

তিনি বলেন, ‘যে রাজ্যগুলিতে বিজেপি গণতন্ত্রের হত্যা করেছে এবং মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে, সেখানে সেখানে আমরা যাব। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব আমরা। ওরা ভাবছে যে আমাদের ভয় দেখাবে, আর আমরা বসে থাকব। ওরা ভুলে যাচ্ছে, এটা নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের মাটি।’

Jago Bangla

Recent Posts

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

17 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

8 hours ago