বিজেপির ‘ডামি’ অধীরকে তুলোধনা! অভিষেকের মুর্শিদাবাদে টার্গেট ২২-০

Must read

বহরমপুরে জনসমুদ্রে ভেসে রোড-শো করে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অধীরকে বিজেপির ‘ডামি’ বলে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপির ডামি প্রার্থীকে পরাজিত করার জন্য আপনাদের কুর্নিশ।

অভিষেক (Abhishek Banerjee) আসার আগে তাঁর রোড শো নিয়ে সাংবাদিক বৈঠককে কটাক্ষ করেন অধীর। এদিন বলতে গিয়ে একের পর এক ইস্যু তুলে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সেনাপতি। অধীরকে বিজেপি ডামি বলে উল্লেখ করে অভিষেক বলেন, “যবে থেকে মোদি দেশ চালাতে কবে থেকে কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে একটি প্রশ্ন তুলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সব সময় প্রশ্ন তুলেছে।“

আরও পড়ুন- বেলডাঙার অশান্তি নিয়ে একতিরে বিজেপি-হুমায়ুনকে তোপ অভিষেকের, রাজ্যের তরফে চাকরি-সাহায্য

অভিষেকের কথায়, “ধর্মের ভিত্তিতে জামা কাপড় পরতে হলে বিজেপিকে উলঙ্গ থাকতে হবে। ধর্মের ভিত্তিতে খেতে হলে বিজেপিকে না খেয়ে থাকতে হবে।“ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ তুলে অভিষেক বলেন, তিনি ভোটে দাঁড়ালে অধীর ভোট দেবেন বলেছিলেন। অভিজিৎ তো বিজেপির সাংসদ। যদি পদ্ম চিহ্নে অধীর চৌধুরী ভোট দেন তাহলে বিজেপির সেই ডেমি ক্যান্ডিডেটকে কেন এখানে রাখবেন আপনারা?“

বহরমপুরের থেকে অধীর চৌধুরীকে হারানোর জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান অভিষেক। বলেন, “২০২৪ সালে আমি আপনাদের বিজেপির এজেন্টকে পরাজিত করার জন্য অনুরোধ করেছিলাম। আমি আপনাদের অনুরোধ করেছিলাম বিজেপির ডামি প্রার্থীকে পরাজিত করার জন্য এবং আপনারা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেছেন। আপনাদের সকলকে আমি কুর্নিশ জানাতে চাই।“

Latest article