ভোটার ও বিরোধীদের লক্ষ্য করে বিজেপির E2 ব্যবহার নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এসআইআরের নামে বাংলার বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, যেই প্রক্রিয়া গণতন্ত্রের জন্য মারাত্মক বিপজ্জনক।

Must read

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি অভিযোগ করেছিলেন, তারা বিজেপির হাতিয়ার হয়ে কাজ করছে। তিনি হুঁশিয়ারিও দেন কমিশন অনিয়মের পথে হাঁটলে আগামীদিনে মানুষকে সঙ্গে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে। এসআইআরের নামে বাংলার বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, যেই প্রক্রিয়া গণতন্ত্রের জন্য মারাত্মক বিপজ্জনক।

আরও পড়ুন-কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে কলেজছাত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শ্যুটআউট

আজ, সোমবার ফের একবার ভোটার ও বিরোধীদের লক্ষ্য করে বিজেপির E2 ব্যবহার নিয়ে সরব হলেন অভিষেক। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ”যখন একটা ‘ই’ অর্থাৎ ইলেকশন কমিশনকে কোনভাবেই নিজেদের স্বার্থে ব্যবহার করা গেল না তখন খুব সহজেই এনডিএ সরকার ঘুরে গেল ‘ই ২’ অর্থাৎ ইডির দিকে। অন্যদিকে ইডির উদ্দেশ্য কিন্তু একেবারেই রাজ্যগুলি দুর্নীতি মুক্ত করা নয়। উল্টে ইডির একমাত্র লক্ষ্য হল কীভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করে বিরোধীদের নেতাদের জেলে ঢোকানো যায়, কীভাবে জনগণের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা যায়। ক্ষমতায় থাকা এই কেন্দ্রীয় সরকার শুধুমাত্র জনগণ বিরোধী বা গণতন্ত্র বিরোধী নয়, বিজেপি সরকার কৃষক বিরোধী, গরিব বিরোধী, সংখ্যালঘু বিরোধী, রাষ্ট্র বিরোধী এমনকি দেশ বিরোধী। বিজেপিকে একটা ভোট শুধুমাত্র একটা ভোট নয়, এটা দেশের সত্তাকে বিক্রি করে দেওয়া, দেশের অতি মূল্যবান সংবিধান বিক্রি করা। ক্ষমতালোভী স্বৈরাচারীদের হাতে নিজের দেশকে তুলে দেওয়া এবং দেশকে তাঁদের ব্যক্তিগত সম্পত্তি মনে করার স্বাধীনতা দেওয়া। এটা একেবারেই গণতন্ত্রের সঠিক সংজ্ঞা নয়।” অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই নিজের বক্তব্যের মাধ্যমে এদিন আরও একবার জানিয়ে দিলেন অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে জনগণের রায়কে বিকৃত করে গণতন্ত্রকে ধ্বংস করতেই বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছে কেন্দ্র।

 

Latest article