বিজেপি-র SIR-খেলা শেষ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সোমবার, বারাসতে রণ সংকল্প সভা থেকে হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলেও প্রকাশ করতে হবে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ১.৩৬ কোটি মানুষের তালিকা। শুনানি প্রক্রিয়ায় জমা দেওয়া তথ্যের রসিদ দিতে হবে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবিই মান্যতা পেয়েছে এই নির্দেশে।
আরও পড়ুন-বেহালায় ফ্ল্যাট থেকে উদ্ধার দূরদর্শনের সঙ্গীতশিল্পীর রক্তাক্ত দেহ
সেই প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক বলেন, ”এখন কোর্টে হারালাম, এবার ভোটে হারাব। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এটা উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণের পথ দেখিয়েছিল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ-২ রা হিয়ারিংয়ে থাকবে। এর সঙ্গে যাঁরা হিয়াংরিংয়ে যাচ্ছে তাদের রসিদ দিতে হবে। বিজেপির এসআইআরের খেলা শেষ। এক কোটি মানুষকে যাঁরা ভোটার তালিকা থেকে বাদ দেব বলেছিল, এই জয় মা মাটি মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার যাঁরা কেড়ে নিতে চেয়েছে তাঁদের দুই গালে কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি মোদিজী? ১০ কোটি মানুষ না বিজেপির জমিদার?”
আরও পড়ুন-SIR শুনানি আতঙ্কে আত্মঘাতী: চার মৃত্যু রাজ্যে
বিজেপিকে এদিন হারানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন,‘’এদের ভোট দেয় না বাংলার মানুষ, মুখ ফিরিয়েছে সবাই, সে কারণে শায়েস্তা করতে বাংলার এক কোটি মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত। বলছে বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলা মানেই বাংলাদেশি ভাষা। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাষায় কবিতা লিখতেন? যাঁরা আমাদের ভাষাকে অপমান করে তাঁদের জবাব দিতে হবে। ৩৩-০ তৃণমূলের পক্ষে করতে হবে। সব জায়গায় জোড়াফুল ফোটাতে হবে। ভোটবাক্স খুললে যেন বিজেপি নেতারা চোখে সর্ষে ফুল দেখে। এটা বিজেপিকে হারানোর নির্বাচন। বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন।’’

