প্রতিবেদন : রোজকার মতো বৃহস্পতিবারও মিথ্যার গ্যাস বেলুন ফুটো হয়ে গেল দলবদলু গদ্দারের। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ দেওয়ার হুঙ্কার দিয়েও শেষে অশ্বডিম্ব প্রসব করল দলবদলু। ভিজে বিড়াল হয়ে বলল, কেউ কোর্টে গেলে তবে উনি প্রমাণ দেবেন। কিন্তু নিজে কোর্টে যাবেন না। কেন? প্রমাণ থাকলে তো আদালতে যাবেন। সব দেখেশুনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, মিথ্যে কথা বলাটাই ওর কাজ। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর গত ১০০০ দিনে রোজ অভিযোগ করেছে আর গালাগাল দিয়েছে আমার নামে। চ্যালেঞ্জ করে বলছি, ১০টা প্রমাণ করতে হবে না, তার একটা প্রমাণ করে দেখাক। তাহলেই হবে।
আরও পড়ুন-অব কি বার সব কুছ পার
এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারাই ওকে প্রচারে রেখেছেন। বিড়াল পিটিয়ে বাঘ বানিয়েছেন। আমার নাম করে তো কিছু বলার হিম্মত নেই। এই যে বলছে কালীঘাটে বাসে করে নাকি নথি-টাকা সব পাচার হচ্ছে। সবই যখন জানো তাহলে ট্যুইট কেন? আদালতে মামলা করো। সিসিটিভি ফুটেজ চাও। আসলে রোজ প্রচারে থাকতে ওর কিছু না কিছু চাই। তাই রোজ ভুলভাল বকে। তবে এটা ঘটনা, মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী সম্পর্কে ও যা বলেছে তাতে আদালতে তো আমরা যাবই। ওকে ল্যাজে-গোবরে করে ছাড়ব।