কোভিডকালে আগামী দু’মাস বন্ধ থাকুক ভোট-মেলা। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) এই মতামতকে সমর্থন জানান বিখ্যাত চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar)। সৌজন্যের নজির গড়ে তাঁকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে ডা: কুণাল সরকারকে ট্যাগ করে অভিষেক লেখেন,
“ধন্যবাদ কুণাল সরকার,
আপনার সহায়তা আমাদের সকলের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। আসুন একসঙ্গে এই লড়াই করি এবং সকলের ভালো থাকা নিশ্চিত করি”
Thank you @KunalCardiac!
Your guidance will act as a source of inspiration for all of us. Let’s fight this together and ensure the well-being of all. 💪🏼 https://t.co/TxxZ3tzSce
— Abhishek Banerjee (@abhishekaitc) January 10, 2022
আরও পড়ুন-ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রথম শহীদ মুজিবর ইসলাম মজুমদারের স্মরণ সভা করল তৃণমূল নেতৃত্ব
বর্তমান পরিস্থিতিতে আগামী দু’মাস বন্ধ থাকুক ভোট-মেলা। শনিবার, নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারকে নিয়ে প্রশাসনিক বৈঠকের পর এই মতামত জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। তাঁর এই বক্তব্যকে সরাসরি সমর্থন করেন প্রথিতযশা চিকিৎসক কুণাল। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) তিনি লেখেন, “অভিষেকের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানাই। চলুন তাকে বাস্তবায়িত করি।” এর জন্য তাঁকে ধন্যবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে করোনা মোকাবিলায় একজোট হয়ে লড়াই করার বার্তা দেন তিনি।
আরও পড়ুন-ঘোষণার ৪০ ঘন্টার মধ্যে অভিষেকের ডায়মন্ড হারবারে কোভিড কন্ট্রোল রুম
দক্ষিণ ২৪ পরগনায় কোভিডের (Covid) বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে নিজের সাংসদীয় এলাকাতে, আগামী দুমাস কোনও রাজনৈতিক সভা, ধর্মীয় অনুষ্ঠান করায় নিষেধাজ্ঞা জারি করেছেন সাংসদ অভিষেক। এরপরই তিনি বলেন, সব জায়গাতেই মেলা-ভোট বন্ধ থাকুক- এটা তাঁর ব্যক্তিগত মত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই মতামতকে সমর্থন জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাঁর পাশে দাঁড়ালেন চিকিৎসক কুণাল সরকার। তাঁর মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিস্থিতির গুরুত্ব বুঝেই তিনি এই বিধি জারি করেছেন। কুণাল সরকারের মতে, অভিষেকের মত অনুযায়ী, সব জায়গাতেই এই নিষেধাজ্ঞা জারি হোক। তাঁকে সমর্থনের জন্য খুশি অভিষেক। করোনার লড়াইতে সবাইকে পাশে চান তিনি। সেই মতোই তৃণমূল সাংসদ আহ্বান জানিয়েছেন ডা: সরকারকেও।
Endorse Abhishek Bannerji’s point of view..Let’s implement .
— KunalSARKAR (@KunalCardiac) January 8, 2022