মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা পার – এমন লক্ষ্য নিয়েই নিজের লোকসভা কেন্দ্রে দ্বিতীয় বছর সাফল্যের সঙ্গে সেবাশ্রয় ক্যাম্পের আয়োজন করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ শিবিরের ৪৭ তম দিন। এদিন নিজে গিয়ে ক্যাম্পের কার্যক্রম পরিচালনা, তদারকি করবেন অভিষেক। সেই সঙ্গে ক্যাম্পে আসা নাগরিকদের অভাব অসুবিধা খোঁজ নেবেন তিনি।
আরও পড়ুন-সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির
ডায়মন্ড হারবারে গত বছরের ১ ডিসেম্বর থেকে সেবাশ্রয়ের দ্বিতীয় পর্বের সূচনা হয়েছিল। ইতিমধ্যেই ৪৬ দিন এই শিবির চলেছে। ৩ লক্ষ ৩৮ হাজারের বেশি মানুষ এখানে পরিষেবার জন্য এসেছেন। ৩১ টি শিবিরের মাধ্যমে ৫৬২৯ জনকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের বিপুল উন্মাদনায় ২২ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের সেবাশ্রয়-২ শিবির চলবে। শিবির শেষ হওয়ার আগে নিজেই শিবিরের কার্যক্রম তদারকি করতে মঙ্গলবার দুপুরে যাবেন অভিষেক।

