আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ডিসেম্বর মাস থেকে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্যপরিষেবা শিবির ‘সেবাশ্রয় ২’ শুরু করেছেন সাংসদ। প্রথমবারের মতো এই হেলথ ক্যাম্পের দ্বিতীয় দফাতেও অভাবনীয় সাফল্য মিলেছে। আজ তিনি ফলতা বিধানসভার (Falta Assembly) মডেল ক্যাম্প পরিদর্শনে যাবেন। কথা বলবেন সেখানকার কর্মরত কর্মী, চিকিৎসক ও পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে।

আরও পড়ুন-গদ্দারের সেম সাইড গোল! কেন্দ্রীয় বাহিনী ফেলে পেটাল বিজেপি নেতাকে

বিধানসভা নির্বাচন (Assembly Election) শুরুর কয়েক মাস আগেই গোটা রাজ্যজুড়ে ‘আবার জিতবে বাংলা ‘কর্মসূচি শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের ভিড় বুঝিয়ে দিচ্ছে এবারের রেকর্ড ভোটে জিততে চলেছে রাজ্যের শাসক দল। বিজেপির অঙ্গুলি হিলনে নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআর (SIR) আর কেন্দ্রের এজেন্সি রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি। তবে এর ফাঁকেও সাংসদ হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে সমান সচেতন অভিষেক। নিজের লোকসভা কেন্দ্রের জনগণের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে তাঁর। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ ফলতার ‘সেবাশ্রয় ২’ শিবিরে পৌঁছবেন অভিষেক। এই খবরে নজর থাকবে।

Latest article