সাময়িক বিরতিতে পোস্টে অভিষেক

Must read

প্রতিবেদন : চিকিৎসার কারণে সাময়িক বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, গত বছর এরকম সময়েই নবজোয়ার যাত্রায় অংশ নিয়ে সারা বাংলা ঘুরে মানুষের সমস্যা ও চ্যালেঞ্জগুলি বোঝার সুযোগ হয়েছিল। মূল্যবৃদ্ধি, মনরেগার বকেয়া বন্ধের কারণে মানুষের দুর্ভোগ আমাকে গভীরভাবে প্রভাবিত করে। তারই জবাবে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে বিক্ষোভ সংগঠিত করে ও জনগণের অধিকার নিয়ে লড়াই করার জন্য বিষয়টি দিল্লিতে নিয়ে যায়। সৌভাগ্যক্রমে, পরিবারগুলিকে সাহায্য করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা বৃদ্ধির সঙ্গে ফেব্রুয়ারিতে এটির সমাধান করা হয়েছিল৷
আমাদের প্রতি বাংলার জনগণ তাঁদের আস্থা ও বিশ্বাস রাখায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও সংঘাতের মনোভাব দেখে বাংলার মানুষের এই হতাশার ফল। মানুষের মাথার ছাদও কেড়ে নেওয়া হয়েছে। আমরা ৩১ ডিসেম্বরের মধ্যে এটির সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি এবং আমি (Abhishek Banerjee) ইতিমধ্যেই মাননীয়া মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সমস্যাটিকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করেছি৷
কিছু শারীরিক সমস্যার কারণে আমি সংগঠন থেকে একটি সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি। এই বিরতিতে মানুষের চাহিদাগুলি খোঁজার ও বোঝার সুযোগ হবে। আমি বিশ্বাস করি যে রাজ্য সরকার দ্রুত কাজ করবে এবং যাঁদের প্রয়োজন তাঁদের জন্য ন্যায়বিচারে কোনও চেষ্টা বাকি রাখবে না।

আরও পড়ুন-কুয়েতের অগ্নিকাণ্ডে মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিবকে বড় নির্দেশ

Latest article