জেটিঘাটের রাস্তায় বড় ফাটল জেনেই ব্যবস্থা নিলেন অভিষেক

Must read

প্রতিবেদন : ডায়মন্ড হারবারে ২ নম্বর ব্লকের নুরপুর জেটিঘাটের কাছে বাঁধের রাস্তায় হঠাৎ বড়সড় ফাটল দেখা দেয় মঙ্গলবার সকালে। যা একটু একটু করে বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ব্যবস্থা নিলেন স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। তাঁর উদ্যোগেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সেচ আধিকারিক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতির কাজ। সম্প্রতি হাওড়া ও পূর্ব মেদিনীপুরে যাতায়াতের ক্ষেত্রে ব্যস্ততম নুরপুর ফেরিঘাটের খুব কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসে বিদেশি পণ্যবাহী একটি জাহাজ। জাহাজটি জেটিতে ধাক্কা না মারলেও জোয়ারের কারণে সংলগ্ন হুগলি নদীর বাঁধে এসে ধাক্কা খায়। তাতেই বাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ওই বাঁধ সংলগ্ন রাস্তায় বড়সড় ফাটল লক্ষ্য করেন স্থানীয়রা। ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি অরুময় গায়েন জানান, খবর পেয়েই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek banerjee) তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছন সেচ আধিকারিক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা। মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন- প্রবল বিক্ষোভে জ্বলছে নেপাল: রাস্তায় ফেলে মার অর্থমন্ত্রীকে, ইস্তফা দিতে বাধ্য হলেন বাম প্রধানমন্ত্রী ওলি

Latest article