নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস, শ্রদ্ধা জানালেন অভিষেক

Must read

আজ ২৩ জানুয়ারি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Subhas Chandra Bose Jayanti) ১২৬তম জন্মদিবস। এবছর দেশে উদযাপিত হচ্ছে নেতাজির ১২৬তম জন্মদিন। ব্রিটিশের শাসনমুক্ত ভারত ছিল যাঁর একমাত্র ধ্যান জ্ঞান চিন্তা। তাঁর আদর্শ আজও দেশের তরুণ সমাজকে অনুপ্রাণিত করে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

টুইটারে অভিষেক লিখেছেন, “আমি নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Subhas Chandra Bose Jayanti) জন্মবার্ষিকীতে তার অদম্য চেতনার প্রতি প্রণাম জানাই। তিনি আমাদের দেখিয়েছেন যে, বীরত্ব সততার সঙ্গে আসে এবং এর কোন সহজ বিকল্প নেই। আসুন আমরা আমাদের দেশপ্রেমিক চেতনা জাগ্রত করে নেতাজিকে সম্মান করি।”

১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ গ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। তাঁর বাবা ছিলেন জানকীনাথ বসু এবং প্রভাবতীদেবী। সুভাষচন্দ্র বসু ছিলেন তার পিতা-মাতার চৌদ্দ সন্তানের নবম সন্তান তথা ষষ্ঠ পুত্র।

আরও পড়ুন-দেশে নজির, চাষিদের জন্য শস্যবিমায় ২,২৮৬ কোটি টাকা ক্ষতিপূরণ রাজ্যের

Latest article