এদেশ বিপন্ন আজ; জানি আজ নিরন্ন জীবন-
মৃত্যুরা প্রত্যহ সঙ্গী, নিয়ত শত্রুর আক্রমণ
রক্তের আল্পনা আঁকে, কানে বাজে আর্তনাদ সুর;
তবুও সুদৃঢ় আমি, আমি এক ক্ষুধিত মজুর
আমার সম্মুখে আজ এক শত্রুঃ এক লাল পথ,
শত্রুর আঘাত আর বুভুক্ষায় উদ্দীপ্ত শপথ।
–সুকান্ত ভট্টাচার্য
আজ ১৩ মে, কবি সুকান্ত ভট্টাচার্যের (Poet Sukanta Bhattacharya) ৭৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ সালের আজকের দিনে তিনি মারা যান। যক্ষা রোগে আক্রান্ত হয়ে হয়ে মাত্র ২১ বছর বয়সে মারা যান সুকান্ত ভট্টাচার্য (Poet Sukanta Bhattacharya)। তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee)।
আরও পড়ুন: রহস্যে মোড়া বারমুডা ট্র্যাঙ্গেল