কিংবদন্তি সত্যজিৎ রায় (Satyajit Ray) যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার। যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। আজ অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা, লেখক, শিল্প নির্দেশক সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন: কিংবদন্তি সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অভিষেক(Abhishek Banerjee) লিখেছেন, “সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক এবং বহুমুখী প্রতিভা সম্পন্নশিল্পী সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্ম দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”
সত্যজিৎ রায়ের বর্ণময় কর্মজীবনে বহু আন্তর্জাতিক পুরস্কার রয়েছে। মোট ৩২ টি জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। তার মধ্যে ৬ টি ছিল সেরা পরিচালকের পুরস্কার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও সাম্মানিক ডক্টরেট উপাধি পান সত্যজিৎ রায়। সর্বগুণে সম্পন্ন মানুষটি আজও সকলের মণিকোঠায় উজ্জ্বল।