রাজনীতি

বিপ্লব দেবের মন্তব্যকে টুইট করে সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরায় গণতন্ত্রের নামে ছেলেখেলা হচ্ছে! মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী নিজেই প্রকাশ্য সভায় বলছেন, পুলিশ আইনের দ্বারা নয়, তাঁর কথাতেই চলে। বিপ্লব দেবের এই বক্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেল এই বক্তব্যের প্রেক্ষিতে তীব্র আক্রমণ করেন। তিনি লেখেন,
“বিপ্লব দেব সমগ্র জাতির জন্য কলঙ্ক!
তিনি বারবার গণতন্ত্রকে বিদ্রূপ করে মাননীয় বিচারবিভাগকে উপহাস করছেন। এসবকে এড়িয়ে যান।
সুপ্রিম কোর্ট কি তাঁর এই ধরনের গুরুতর অসম্মানজনক মন্তব্যের প্রতি গুরুত্ব দেবে?”

আরও পড়ুন-পাঠকের ভালোবাসা পেতে আমার ভালো লাগে

ত্রিপুরায় অপশাসন চলছে এতদিন এই অভিযোগ করেন বিরোধীরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Dev) বক্তব্য বিরোধীদের অভিযোগের মান্যতার দিচ্ছে। এক কর্মিসভায় তাঁকে বলতে দেখা যাচ্ছে, এ রাজ্যে পুলিশ আইনের দ্বারা নয়, আদালতের দ্বারা নয়, তাঁর দ্বারা পরিচালিত হয় কারণ তিনি মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী অর্থাৎ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর এই বক্তব্যকে হাতিয়ার করে বিপ্লব দেবের বিরুদ্ধে প্রবল আক্রমণ করেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক|

আরও পড়ুন-বিদ্যাসাগরের মশাল এখন জননেত্রীর হাতে

বিপ্লব দেব তাঁর নেতাকর্মীদের আশ্বস্ত করছেন এই বলে যে, আদালত কাউকে ধরতে পারবে না। কারণ, তাঁকে ধরতে গেলে পুলিশের মাধ্যমে যেতে হবে। কিন্তু পুলিশকে তিনি নিয়ন্ত্রণ করেন। আইনের দ্বারা নয়, পুলিশ তাঁর কথায় কাজ করে। একজন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তুমুল সমালোচনা শুরু হয়েছে। কীভাবে পুলিশকে আইনের নয়, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পদাধিকারবলে নিয়ন্ত্রণ করা হচ্ছে? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সুবল ভৌমিক। তিনি জানান, ত্রিপুরায় একশোটি মামলার মধ্যে মাত্র 14 টিতে সাজা হয়। বাকিরা বেকসুর খালাস পেয়ে যান। কারণ, সেখানে পুলিশ কে কাজ করতে দেওয়া হয় না।

বিজেপিশাসিত ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন, তিনি পুলিশকে নিয়ন্ত্রণ করেন। পুলিশ আইন মোতাবেক চলে না। উদাহরণস্বরূপ তিনি বলেন যে, মঞ্চে বসা অসীমবাবু কে না ধরে পুলিশ অন্য লোককে অসীম বাবু বলে ধরে নিয়ে যেতে পারে। আবার কোন এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে তাঁকে দেখতে পেয়েও বলবে খুঁজে পাচ্ছি না।

 

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago