ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডিসেম্বরের গোড়া থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন অভিষেক। এর আগে বজবজের স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সোমবার, বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শন করেন তিনি। কথা বলেন, উপস্থিত রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে। চিকিৎসকদের থেকেও রোগীদের সম্পর্কে তথ্য নেন।
আরও পড়ুন-এসআইআরে নাম বাদ যাওয়ার আতঙ্কে একদিনে তিন মৃত্যু রাজ্যে
সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডায়মন্ড হারবার লোকসভায় ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথমবারের মতো দ্বিতীয়বারের এই স্বাস্থ্য শিবিরেও (Health Camp) শুরু থেকে উপচে পড়া ভিড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তাঁর সংসদীয় এলাকার সব স্তরের মানুষ। এদিন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন করেন অভিষেক। বিকেল সাড়ে তিনটে নাগাদ রসপুঞ্জ পিকে হাইস্কুল গ্রাউন্ডে মডেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
আরও পড়ুন-বাংলাদেশের পাঠ্যবই থেকে বাদ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ শিরোপা
প্রথম ক্যাম্পের অভাবনীয় সাফল্যের পরে এবারেও ‘সেবাশ্রয় ২’ শিবিরগুলিতে উপচে পড়া ভিড়। অভিষেকের পরিকল্পনা ও কর্মসূচি প্রশংসায় পঞ্চমুখ রোগী থেকে শুরু করে তাঁদের পরিবারের লোকেরাও। ডায়মন্ড হারবারের সাংসদের ‘সেবাশ্রয়’ কর্মসূচি বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছেন। বিরোধী রাজ্যগুলি অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নকল করতে চাইছে।
আরও পড়ুন-দেবী দুর্গার অঙ্গন ও বঙ্গের রাজনীতি-সংস্কৃতি
এদিন ‘সেবাশ্রয় ২’ শিবিরের বাইরে উপচে পড়ে ভিড়। প্রিয় নেতাকে একঝলক দেখতে, একবার হাত মেলাতে উদ্বেল হয়ে ওঠেন স্থানীয়রা। অভিষেকও কাউকে নিরাশ করেননি। অটোগ্রাফ থেকে সেলফি- সবার আবদার মিটিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেককে পাশে পেয়ে আশ্বস্ত ও আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা।

