ফলতায় সেবাশ্রয় শিবির পরিদর্শন অভিষেকের

Must read

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭০ দিনের সেবাশ্রয়ের পর মেগা ক্যাম্প শুরু হয়েছে রবিবার। সাতটি বিধানসভাতেই একসঙ্গে চলছে এই শিবির। সোমবার ফলতায় শিবির ঘুরে দেখেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও রোগীর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি খোঁজখবর নেন রোগীদের শারীরিক অবস্থার।

আরও পড়ুন- বাংলায় বেআইনি দখলদারি বরদাস্ত নয়, সাফ জানালেন ফিরহাদ

ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা এলাকায় একযোগে মেগা ক্যাম্প চলছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ক্যাম্পগুলি চলবে ২০ মার্চ পর্যন্ত। এই মেগা ক্যাম্প আসলে ৭০ দিনের ফলো-আপ শিবির। উল্লেখ্য, ৭০ দিনের ক্যাম্পে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন ৯ লক্ষ ৬৬ হাজার ২২৬ জন। সেবাশ্রয় শিবিরের মেগা ক্যাম্পের প্রথম দিনে মোট ২৭০টি শিবিরে পরিষেবা নিতে আসেন ৩৬,১৫০ জন। ১৪,০১৮ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ১৩,৩০৩ জনকে ওষুধ বিতরণ করা হয় এবং ৫৬৪ জনকে রেফার করা হয় হাসপাতালে।

Latest article