রাজনৈতিক সভা থেকে থেকে ধর্মীয় সভা দুমাস সব বন্ধ থাক চান অভি ষেক বন্দ্যোপাধ্যায়

Must read

রাজনৈতিক সভা থেকে ধর্মীয় সভা আগামী দুমাস সব কর্মসূচি বন্ধ থাক চান ডায়মন্ড হারবারের সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও এটা তাঁর ব্যক্তিগত মতামত বলেই জানান তিনি।

শনিবার আলিপুরে দঃ২৪ পরগণা জেলাশাসকের অফিসে দুঘণ্টারও বেশি কোভিড পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, এখন যা পরিস্থিতি তাতে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এসব পরে হবে। সবার আগে মানুষের জীবন। জীবন বাঁচলে সব হবে। আপাতত দুমাস সব বন্ধ রাখা দরকার। এই প্রসঙ্গেই তিনি জানান, তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবরকম রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার পুরনিগমের নির্বাচন প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাওয়া হলে অভিষেক বলেন, এটা নির্বাচন কমিশন ও আদালত দেখছে। তবে ব্যক্তিগত ভাবে তিনি মনে করেন এখন সব বন্ধ রাখাই উচিত। কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা করে দিতে গিয়ে মানুষের জীবন বিপন্ন হোক এটা আমি চাই না। সব বন্ধ রাখা উচিৎ এই পরিস্থিতিতে। গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে জানান, আদালত বলেছে। কোভিড বিধি মেনে মেলা হবে। তার জন্য যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নিচ্ছে।

আরও পড়ুন: ৫০ শতাংশ আসন খালি রেখে সেলুন, বিউটি পার্লার খোলা যাবে, জারি নির্দেশিকা

এদিনের বৈঠকে ডায়মন্ড হারবার এলাকায় কোভিড নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাধারণ মানুষের সহায়তায় চালু হচ্ছে ডক্টরস অন হুইল। বাজারে গেলে দুটি করে মাস্ক পরা বাধ্যতামূলক, ক্রেতা-বিক্রেতা দুজনকে দুটো মাস্ক পরতে হবে।বাজারে মাস্ক পরা বাধ্যতামূলক। প্রথম সাতদিন বোঝানোর পরেও যদি কেউ মাস্ক না পরেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে এলাকায় সংক্রমণ বেশি সেখানে হোম আইসোলেশন নয়, আইসোলেশন সেন্টার থাকতেই হবে। প্রতিটি ওয়ার্ডে, পঞ্চায়েতে একটি করে কন্ট্রোল রুম তৈরি হবে।

অভিষেক বলেন আত্মতুষ্টিতে ভোগার কোনও জায়গা নেই। সবাইকে কোভিড বিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলে টেস্ট করাতে হবে। অনেকের বাড়িতে বেশি সদস্য থাকেন। সেখানে হোম আইসোলেশন বাস্তবসম্মত নয়। সেক্ষেত্রে কারও করোনা হলে, তাঁকে আইসোলেশন সেন্টারে গিয়ে থাকতেই হবে।

অভিষেক জানান, তাঁর এই গাইডলাইন শুধুমাত্র ডায়মন্ডহারবারের জন্য। তবে, অন্যান্য লোকসভাগুলি গাইডলাইন মেনে চলুন, এই আবেদন জানান ডায়মন্ড হারবারের সাংসদ। এদিনের বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার, জেলা সভাধিপতি সহ একাধিক কর্তাব্যক্তি।

Latest article